বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা সিনেমার সোনালি সময় এখন অতীত। হল ও সিনেমার সংখ্যা—দুটোই কমে গেছে। সিনেমার অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যাঁদের হাতে কোনো কাজ নেই। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির অফিসের সামনে দেখা যায়, অনেক শিল্পী অলস সময় কাটাচ্ছেন। এবার বেকার শিল্পীদের নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা রত্না কবির। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে দুটি নাটকের শুটিং করেছেন তিনি।
‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নামের দুই নাটকে অভিনয় করেছেন রত্না কবির, দুলারী, রীনা খান, বাদল মিয়া, গুলজার হোসেন প্রমুখ। পরিচালনা করেছেন বাবুল রেজা। নাটকগুলো মুক্তি পাবে রত্না কবিরের ইউটিউব চ্যানেলে।
রত্না কবির বলেন, ‘শিল্পী সমিতির এমন অনেক শিল্পী আছেন, যাঁদের এখন কেউ ডাকেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা থেকে নাটক প্রযোজনায় আসা। যাঁদের মেধা আছে, কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না, তাঁদের প্রমোট করার চেষ্টা করছি। একসঙ্গে সবাইকে নিয়ে হয়তো কাজ করতে পারব না। যাঁরা ডাক পাননি, তাঁরাও পাবেন। আপাতত পরিচিত ও ব্যস্ত শিল্পীদের কাস্টিং করছি। তাঁদের না রাখলে চ্যানেলে চোখ পড়বে না। পর্যায়ক্রমে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নাটক দিয়ে যদি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’
শুধু নাটক নির্মাণে থেমে থাকতে চান না রত্না। জানালেন ভবিষ্যতে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে। রত্না বলেন, ‘আমি সিনেমার মানুষ। তাই সিনেমা থেকে দূরে থাকা সম্ভব নয়। নাটক বানালেও বড় আয়োজনে হচ্ছে। আমার নাটকে যত শিল্পী আছেন, সাধারণত এত শিল্পী নিয়ে নাটক তৈরি হয় না। যদি ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই সিনেমা নির্মাণ করব।’
বাংলা সিনেমার সোনালি সময় এখন অতীত। হল ও সিনেমার সংখ্যা—দুটোই কমে গেছে। সিনেমার অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যাঁদের হাতে কোনো কাজ নেই। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির অফিসের সামনে দেখা যায়, অনেক শিল্পী অলস সময় কাটাচ্ছেন। এবার বেকার শিল্পীদের নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা রত্না কবির। এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে দুটি নাটকের শুটিং করেছেন তিনি।
‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নামের দুই নাটকে অভিনয় করেছেন রত্না কবির, দুলারী, রীনা খান, বাদল মিয়া, গুলজার হোসেন প্রমুখ। পরিচালনা করেছেন বাবুল রেজা। নাটকগুলো মুক্তি পাবে রত্না কবিরের ইউটিউব চ্যানেলে।
রত্না কবির বলেন, ‘শিল্পী সমিতির এমন অনেক শিল্পী আছেন, যাঁদের এখন কেউ ডাকেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা থেকে নাটক প্রযোজনায় আসা। যাঁদের মেধা আছে, কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না, তাঁদের প্রমোট করার চেষ্টা করছি। একসঙ্গে সবাইকে নিয়ে হয়তো কাজ করতে পারব না। যাঁরা ডাক পাননি, তাঁরাও পাবেন। আপাতত পরিচিত ও ব্যস্ত শিল্পীদের কাস্টিং করছি। তাঁদের না রাখলে চ্যানেলে চোখ পড়বে না। পর্যায়ক্রমে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নাটক দিয়ে যদি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’
শুধু নাটক নির্মাণে থেমে থাকতে চান না রত্না। জানালেন ভবিষ্যতে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে। রত্না বলেন, ‘আমি সিনেমার মানুষ। তাই সিনেমা থেকে দূরে থাকা সম্ভব নয়। নাটক বানালেও বড় আয়োজনে হচ্ছে। আমার নাটকে যত শিল্পী আছেন, সাধারণত এত শিল্পী নিয়ে নাটক তৈরি হয় না। যদি ভালো রেসপন্স পাই, তাহলে অবশ্যই সিনেমা নির্মাণ করব।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে