Ajker Patrika

পরীমণি ইস্যুতে শিল্পী সমিতির সমালোচনা করলেন শাকিব খান

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬: ১৬
পরীমণি ইস্যুতে শিল্পী সমিতির সমালোচনা করলেন শাকিব খান

চিত্রনায়িকা পরীমণির বিষয়ে সরব হলেন ঢালিউড কিং শাকিব খান। পরীমণির সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। শাকিব–পরী জুটি হয়ে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। মুক্তি পেয়েছে এসএ হক অলীকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ও শফিক হাসানের ‘ধুমকেতু’।

আজ শনিবার নিজের ফেসবুক ভ্যারিফাইড পেজে একটি দীর্ঘ লেখা পোস্ট করেন শাকিব খান। ওই পোস্টে সহকর্মী পরীমণির বিষয়ে কথা বলেছেন ঢালিউড কিং। পাশাপাশি শিল্পী সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। করেছেন কঠোর সমালোচনা।

শাকিব খান লিখেছেন, ‘সহকর্মী হিসেবে যতদূর জানি পরীমণি বাবা-মা হীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ-তরুণীর বেড়ে ওঠা, স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিকনির্দেশনার অভাবে পরীমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’

শাকিব–পরী জুটি হয়ে কয়েকটি ছবিতে অভিনয় করেছেনএরপর শাকিব কথা বলেন পরীমণির গ্রেপ্তার বিষয়ে, ‘পরীমণির মামলা এখন বিচারাধীন। ওই বিষয়ে কিছু বলছি না। সে যে মামলায় গ্রেপ্তার হয়েছে, তার কী অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে। কিন্তু তার আগে পরীমণির জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে যেভাবে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, এটা সত্যি দুঃখজনক।’

সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?

–শাকিব খান, চিত্রনায়ক

শাকিব খান অভিযোগ করছেন– পরীমণি ইস্যুতে শিল্পী সমিতি পক্ষপাত করেছেএরপর পরীমণি ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন শাকিব খান। লিখেছেন, ‘আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমণি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরণের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমণির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে! সমিতির এই আচরণ সত্যিই খুব রহস্যজনক। বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতিকর্মীদের আক্ষেপ রয়েছে। শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?’

শাকিব খান অভিযোগ করেন, চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষপাত করছে। শিল্পীদেরকে এক করতে ব্যর্থ এই সমিতি। ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ বৃদ্ধি নয়, বরং কাজের পরিবেশ নষ্ট করছে শিল্পী সমিতি– এমন অভিযোগও উঠে এসেছে শাকিব খানের বক্তব্যে।

শাকিব খান বলেছেন– যারা পরীমণিকে বিপথে নিয়ে গেছে, তাদেরকেও খুঁজে বের করা উচিতশাকিব খান লিখেছেন, ‘বিগতদিনেও একাধিক সিনিয়র শিল্পী এর চেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচরণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা।’

এরপর শাকিব খান আঙুল তোলেন অন্যদের দিকেও, যাঁরা বছরের পর বছর কোনো ছবি না করে বিলাসবহুল জীবনযাপন করে– ‘যারা পরীমণিকে বিপথে নিয়ে গেছে, তাদেরকেও খুঁজে বের করা উচিত। পরীমণি ত্রিশটির বেশি সিনেমার সাথে জড়িত বলে জানতে পেরেছি। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা। কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদের আয়ের উৎসও খুঁজে বের করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত