চাকরিটা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে দিল না।… এখানকার কোম্পানি বলল, ওদের একটা সিস্টার কনসার্ন আছে কলকাতায়। ওখানে জয়েন করতে। বলল, কলকাতা যেতে চাইছ, যাও কলকাতা। কিন্তু চাকরি ছাড়তে পারবে না।
সংলাপটি কি চেনা চেনা লাগে? বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ফেরদৌসের সংলাপ এটি। রাজস্থানের জয়সালমেরে পোস্টিং ছিল তাঁর। ওখানে কোম্পানির মালিক ও স্থানীয়দের গন্ডগোলের মধ্যে পড়ে চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন ফেরদৌস, মানে ‘হঠাৎ বৃষ্টি’র অজিত। কিন্তু কোম্পানি তাঁকে চাকরিতে বহাল রেখে কলকাতায় পাঠায়।
কলকাতার নতুন অফিসে গিয়েই শ্রীলেখা মিত্রের সঙ্গে দেখা হয় ফেরদৌসের। বাবার অবর্তমানে শ্রীলেখাই তখন ওই অফিসের এমডি। শ্রীলেখার তত্ত্বাবধানে নতুন অফিসে কাজ শুরু হয় ফেরদৌসের। গল্পের একপর্যায়ে ফেরদৌস, মানে অজিতের প্রেমে পড়েন শ্রীলেখা, অর্থাৎ ছবির ‘প্রীতি’ চরিত্র।
‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অজিত-দীপার গল্পের সঙ্গে সঙ্গে ফেরদৌস-শ্রীলেখার গল্পটিও দাগ কেটে আছে দর্শকের মনে। ছবিতে এই জুটির বিখ্যাত একটি গানও আছে ‘আমি জানতাম জানতাম আসবে/ হাসি হয়ে আকাশে ভাসবে’। এই গানে ফেরদৌস-শ্রীলেখার যে রসায়ন, তা এখনো দর্শককে টানে।
২৩ বছর পর আবার এই গানেই ফেরদৌসের সঙ্গে পারফর্ম করবেন শ্রীলেখা মিত্র। তা-ও সুদূর দুবাইয়ে!
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে আগামীকাল দেখা হবে ফেরদৌস-শ্রীলেখার। অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে পারফর্ম করবেন।
শ্রীলেখার ইচ্ছে, ২৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘আমি জানতাম জানতাম আসবে’ গানটিতেই ফেরদৌসের সঙ্গে নাচবেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘দেখা যাক আমরা এই ম্যাজিক রিক্রিয়েট করতে পারি কি না দুবাইয়ে। বেশি না, মোটে ২৩ বছর পর।’
১৮ ডিসেম্বরের এই ‘বিজয় উৎসবে’ কলকাতা থেকে শ্রীলেখা ছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে থাকবেন ফেরদৌস, সাদিয়া ইসলাম মৌ, মমতাজ, পূর্ণিমা, সাকিব আল হাসান প্রমুখ।
‘বিজয় উৎসব’ আয়োজন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
শুনুন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জনপ্রিয় গান ‘আমি জানতাম জানতাম আসবে’:
চাকরিটা ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়তে দিল না।… এখানকার কোম্পানি বলল, ওদের একটা সিস্টার কনসার্ন আছে কলকাতায়। ওখানে জয়েন করতে। বলল, কলকাতা যেতে চাইছ, যাও কলকাতা। কিন্তু চাকরি ছাড়তে পারবে না।
সংলাপটি কি চেনা চেনা লাগে? বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ফেরদৌসের সংলাপ এটি। রাজস্থানের জয়সালমেরে পোস্টিং ছিল তাঁর। ওখানে কোম্পানির মালিক ও স্থানীয়দের গন্ডগোলের মধ্যে পড়ে চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন ফেরদৌস, মানে ‘হঠাৎ বৃষ্টি’র অজিত। কিন্তু কোম্পানি তাঁকে চাকরিতে বহাল রেখে কলকাতায় পাঠায়।
কলকাতার নতুন অফিসে গিয়েই শ্রীলেখা মিত্রের সঙ্গে দেখা হয় ফেরদৌসের। বাবার অবর্তমানে শ্রীলেখাই তখন ওই অফিসের এমডি। শ্রীলেখার তত্ত্বাবধানে নতুন অফিসে কাজ শুরু হয় ফেরদৌসের। গল্পের একপর্যায়ে ফেরদৌস, মানে অজিতের প্রেমে পড়েন শ্রীলেখা, অর্থাৎ ছবির ‘প্রীতি’ চরিত্র।
‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অজিত-দীপার গল্পের সঙ্গে সঙ্গে ফেরদৌস-শ্রীলেখার গল্পটিও দাগ কেটে আছে দর্শকের মনে। ছবিতে এই জুটির বিখ্যাত একটি গানও আছে ‘আমি জানতাম জানতাম আসবে/ হাসি হয়ে আকাশে ভাসবে’। এই গানে ফেরদৌস-শ্রীলেখার যে রসায়ন, তা এখনো দর্শককে টানে।
২৩ বছর পর আবার এই গানেই ফেরদৌসের সঙ্গে পারফর্ম করবেন শ্রীলেখা মিত্র। তা-ও সুদূর দুবাইয়ে!
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দুবাইয়ে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে আগামীকাল দেখা হবে ফেরদৌস-শ্রীলেখার। অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে পারফর্ম করবেন।
শ্রীলেখার ইচ্ছে, ২৩ বছর আগে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘আমি জানতাম জানতাম আসবে’ গানটিতেই ফেরদৌসের সঙ্গে নাচবেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘দেখা যাক আমরা এই ম্যাজিক রিক্রিয়েট করতে পারি কি না দুবাইয়ে। বেশি না, মোটে ২৩ বছর পর।’
১৮ ডিসেম্বরের এই ‘বিজয় উৎসবে’ কলকাতা থেকে শ্রীলেখা ছাড়াও থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে থাকবেন ফেরদৌস, সাদিয়া ইসলাম মৌ, মমতাজ, পূর্ণিমা, সাকিব আল হাসান প্রমুখ।
‘বিজয় উৎসব’ আয়োজন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
শুনুন ‘হঠাৎ বৃষ্টি’ ছবির জনপ্রিয় গান ‘আমি জানতাম জানতাম আসবে’:
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১২ ঘণ্টা আগে