করণের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত শাহরুখ
বলিউডে আবার ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। নির্মাতা করণ জোহরের জন্মদিন উপলক্ষে গত ২৬ মে ছিল জমকালো পার্টি। পার্টিতে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। জানা যায়, পার্টিতে অংশ নিয়েছেন এমন ৫০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুরসহ পরিচিত অনেকেই।