Ajker Patrika

‘করণের কারণেই আলিয়া আজ ভালো অবস্থানে’

আপডেট : ১১ জুন ২০২২, ১৫: ২৪
‘করণের কারণেই আলিয়া আজ ভালো অবস্থানে’

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় নিয়ে গেছেন আলিয়া ভাট। এর আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন মহেশ ভাট কন্যা। তবু নেপোটিজমের তকমা কিছুতেই যেন তাঁর পিছু ছাড়ছে না। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়া রাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির গডফাদার করণ জোহর কীভাবে আলিয়াকে সাহায্য করেছে বলিউডে নিজের আসন তৈরিতে। ভারতীয় সংবাদমাধ্যমকে ঐশ্বরিয়া জানান, ‘একটার পর একটা ভালো কাজের সুযোগ পেয়েছেন আলিয়া। তাঁকে এই সুযোগ দিয়েছেন করণ জোহর। আর এ কারণেই আলিয়ার প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল।’ 

ঐশ্বরিয়া রাই এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে নিজের আসন তৈরিতে আলিয়াকে সাহায্য করেছে করণ জোহরসাবেক এই বিশ্বসুন্দরী আরও জানিয়েছিলেন, ‘একজন অভিনেতা যখন জানতে পারেন, তাঁর জন্য সামনে অনেক ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে, তখন সেটি খুবই আনন্দের। আমি আলিয়াকে বলেছি, এটা ওর জন্য দারুণ ব্যপার। কারণ, তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই করণ জোহর পাশে আছেন, তাঁকে সুযোগ দিচ্ছেন।’ 

তবে ঐশ্বরিয়ার এমন মন্তব্য মানতে নারাজ আলিয়ার ভক্ত-অনুরাগীরা। তাঁদের ভাষ্য, আলিয়া নিজ যোগ্যতায় বলিউডে অবস্থান গড়েছেন। অন্য কোনো তারকার সন্তান যদি এমন সুযোগ পেত, তাঁরা আলিয়ার অবস্থানে পৌঁছাতে পারত কি না, সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। তাঁরা মনে করেন, আলিয়া সহজে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার। 

নেপোটিজমের তকমা কিছুতেই যেন তাঁর পিছু ছাড়ছে না আলিয়ারতবে ঐশ্বরিয়ার মন্তব্য একেবারে অবজ্ঞা করছেন না দর্শক। প্রশ্ন উঠেছে, বলিউডের নেপোটিজমকে ফের সামনে আনতে চাইছেন এই অভিনেত্রী। এর আগেও কঙ্গনা রনৌতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত