বাবা দিবসে ওটিটিতে দেখতে পারেন যেসব সিনেমা
সন্তানকে জন্মদান থেকে আদরে সোহাগে বড় করে তোলেন মা। কিন্তু সন্তানের সমাজ সংসারে খাপ খাইয়ে নিতে ও জীবনে প্রতিষ্ঠালাভের নেপথ্যে যে মানুষটির নিরন্তর ভূমিকা থাকে, তিনি বাবা। বাবার ভালোবাসা, যত্ন এবং পরিশ্রমের চিত্রিত কিছু অনবদ্য চরিত্র উপহার দিয়েছে বলিউড।