বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন ছিল গতকাল ২৫ মে। তবে ভক্তদের কাছে এটি অবিশ্বাস্য ঠেকছে, অবাক করণ নিজেও। তাঁর কাছে বয়স যদিও সংখ্যা মাত্র। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আর প্রযোজনা তো চলছেই। পাশাপাশি সঞ্চালকের আসনেও মুনশিয়ানা দেখিয়ে চলেছেন ‘কফি উইথ করণ’ দিয়ে।
বয়সে হাফ সেঞ্চুরি করা করণ বিশেষ দিনটি উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন। আর এই চোখ ধাঁধানো আয়োজনে হাজির ছিল যেন গোটা বলিউড। করণের পার্টিতে তরকাদের সাজ ছিল দেখার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে সয়লাব সেসব ছবি।
বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন ছিল গতকাল ২৫ মে। তবে ভক্তদের কাছে এটি অবিশ্বাস্য ঠেকছে, অবাক করণ নিজেও। তাঁর কাছে বয়স যদিও সংখ্যা মাত্র। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আর প্রযোজনা তো চলছেই। পাশাপাশি সঞ্চালকের আসনেও মুনশিয়ানা দেখিয়ে চলেছেন ‘কফি উইথ করণ’ দিয়ে।
বয়সে হাফ সেঞ্চুরি করা করণ বিশেষ দিনটি উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন। আর এই চোখ ধাঁধানো আয়োজনে হাজির ছিল যেন গোটা বলিউড। করণের পার্টিতে তরকাদের সাজ ছিল দেখার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে সয়লাব সেসব ছবি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে