‘ভিকি ডোনার’, ‘আর্টিকেল ১৫ ’, ‘আন্ধাধুন’ খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। আয়ুষ্মানের সদ্য মুক্তি পাওয়া পলিটিক্যাল থ্রিলার ‘আনেক’ ইতিমধ্যে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ভক্তদের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুয়ায়ী, ‘আনেক’ মুক্তির দিন আয় করেছে মোটে ২ কোটি রুপির মতো। ছবিটি অন্তত ৩ কোটি রুপি সংগ্রহ করবে বলে প্রত্যাশা ছিল অনেকের। বক্স অফিস ইন্ডিয়ার হিসাবে, প্রথম দিনের আয় ১ কোটি ৭৫ লাখ রুপি।
বিশ্লেষকদের মতে, হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’-এর কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ‘আনেক’। এ ছাড়া, গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া টু’ ছবিটিও অনেকটা কঠিন করে তুলবে ‘আনেক’-এর বক্স অফিস সাফল্য।
‘আর্টিকেল ১৫’ ছবিতে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বৈষম্যের কঙ্কালসার চেহারা পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অনুভব সিনহা। এবার তিনি উত্তর-পূর্ব ভারতের অবহেলিত মানুষের গল্প বলার চেষ্টা করেছেন। রাজনীতির পাশা খেলায় মানুষকে ঘুঁটির মতো অবস্থান বদলাতে হয়। ‘আনেক’ সিনেমার মাধ্যমে এ কথাই বলতে চেয়েছেন পরিচালক। রাজনীতির স্বার্থে কীভাবে যুদ্ধ বজায় রাখতে হয় তা-ও দেখিয়েছেন।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আরও রয়েছেন মনোজ পাহওয়া ও কুমুদ মিশ্র। বাকি অভিনয়শিল্পীরা প্রত্যেকে উত্তর-পূর্ব ভারতের। গতকাল ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আনেক’।
‘ভিকি ডোনার’, ‘আর্টিকেল ১৫ ’, ‘আন্ধাধুন’ খ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই ভক্তদের প্রত্যাশা একটু বেশিই। আয়ুষ্মানের সদ্য মুক্তি পাওয়া পলিটিক্যাল থ্রিলার ‘আনেক’ ইতিমধ্যে নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে ছবিটির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ হতাশ করছে ভক্তদের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুয়ায়ী, ‘আনেক’ মুক্তির দিন আয় করেছে মোটে ২ কোটি রুপির মতো। ছবিটি অন্তত ৩ কোটি রুপি সংগ্রহ করবে বলে প্রত্যাশা ছিল অনেকের। বক্স অফিস ইন্ডিয়ার হিসাবে, প্রথম দিনের আয় ১ কোটি ৭৫ লাখ রুপি।
বিশ্লেষকদের মতে, হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’-এর কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ‘আনেক’। এ ছাড়া, গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া টু’ ছবিটিও অনেকটা কঠিন করে তুলবে ‘আনেক’-এর বক্স অফিস সাফল্য।
‘আর্টিকেল ১৫’ ছবিতে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বৈষম্যের কঙ্কালসার চেহারা পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অনুভব সিনহা। এবার তিনি উত্তর-পূর্ব ভারতের অবহেলিত মানুষের গল্প বলার চেষ্টা করেছেন। রাজনীতির পাশা খেলায় মানুষকে ঘুঁটির মতো অবস্থান বদলাতে হয়। ‘আনেক’ সিনেমার মাধ্যমে এ কথাই বলতে চেয়েছেন পরিচালক। রাজনীতির স্বার্থে কীভাবে যুদ্ধ বজায় রাখতে হয় তা-ও দেখিয়েছেন।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আরও রয়েছেন মনোজ পাহওয়া ও কুমুদ মিশ্র। বাকি অভিনয়শিল্পীরা প্রত্যেকে উত্তর-পূর্ব ভারতের। গতকাল ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আনেক’।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১০ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১০ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১০ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে