ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল।
এই শো’র রয়েছে বিপুলসংখ্যক দর্শক, যারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নতুন সিজনের জন্য। ‘বিগ বস’-এর সঞ্চালক অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলার কিছু নেই। তাঁর সঞ্চালনার ধরন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারও ‘বিগ বস’ হোস্ট করবেন সালমান।
বলিউড লাইফের খবর, ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন দর্শকদের সামনে আসতে প্রস্তুত। তবে এই সিজনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।
নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়াও শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লক আপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিগ বস সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সিজনটিতে দর্শকেরা নতুন টুইস্টের সাক্ষী হবে। প্রতিযোগীরা দুটি দলে ভাগ হয়ে ট্রফি জয়ের জন্য লড়াই করতে পারে বলেও আভাস মিলেছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। মার্কিন শো ‘বিগ ব্রাদার’ থেকে অনুপ্রাণিত হয়ে এই গেম শো চালু হয়েছিল।
এই শো’র রয়েছে বিপুলসংখ্যক দর্শক, যারা প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নতুন সিজনের জন্য। ‘বিগ বস’-এর সঞ্চালক অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার কথা তো আলাদা করে বলার কিছু নেই। তাঁর সঞ্চালনার ধরন এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারও ‘বিগ বস’ হোস্ট করবেন সালমান।
বলিউড লাইফের খবর, ‘বিগ বস’-এর ১৬ নম্বর সিজন দর্শকদের সামনে আসতে প্রস্তুত। তবে এই সিজনের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।
নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়াও শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লক আপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিগ বস সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই সিজনটিতে দর্শকেরা নতুন টুইস্টের সাক্ষী হবে। প্রতিযোগীরা দুটি দলে ভাগ হয়ে ট্রফি জয়ের জন্য লড়াই করতে পারে বলেও আভাস মিলেছে।
বিনোদন সম্পর্কিত পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে