বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
২ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
২ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে