আলিয়া মা হতে চলেছেন সুখবর দেওয়ার পর থেকেই আলোচনায় হবু বাবা রণবীর কাপুর। আপকামিং ছবি ‘শামশেরা’র প্রথম গানে শিশুদের সঙ্গে পা মেলাতে দেখা গেছে অভিনেতাকে। এ ছাড়া নতুন এক সাক্ষাৎকারে রণবীর বললেন, বাচ্চাদের সঙ্গে তাঁর সখ্যর কথা।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের পক্ষ থেকে রণবীরকে প্রশ্ন করা হয়, তিনি বাচ্চাদের সঙ্গে কতটা ভালো? উত্তরে রণবীর বলেন, ‘আমার তো মনে হয় আমি বাচ্চাদের সঙ্গে বেশ ভালো। আমার দুই ছোট কাজিন আরমান আর আদরের (রণবীরের পিসি রিমা কাপুরের দুই সন্তান) বড় হয়ে ওঠার সময় ওরা তো আমার লেজুড় ছিল। আমি যেখানে যেতাম, ওরা পিছু পিছু যেত। আমার কথা খুব মানত। মনে হয় ওদের সঙ্গে ভালোই ছিলাম।’
রণবীর আরও বলেন, ‘আমার বোনের মেয়ে সামারা এখন ১১ বছরের। ও একটু লাজুক। দিল্লিতে থাকে। কিন্তু ওর বেড়ে ওঠার সময়ে আমরা খুব কাছের ছিলাম। আমার বিশ্বাস বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি কুল আংকেল। যদিও আংকেল ডাকটা পছন্দ নয় আমার। আমি ওদেরকে বলি আমাকে আরকে বলে ডাকতে। এতে কেউ আমাকে বয়স্ক ভাবতে পারবে না।’
গত সোমবার (২৭ জুন) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।
আলিয়া মা হতে চলেছেন সুখবর দেওয়ার পর থেকেই আলোচনায় হবু বাবা রণবীর কাপুর। আপকামিং ছবি ‘শামশেরা’র প্রথম গানে শিশুদের সঙ্গে পা মেলাতে দেখা গেছে অভিনেতাকে। এ ছাড়া নতুন এক সাক্ষাৎকারে রণবীর বললেন, বাচ্চাদের সঙ্গে তাঁর সখ্যর কথা।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের পক্ষ থেকে রণবীরকে প্রশ্ন করা হয়, তিনি বাচ্চাদের সঙ্গে কতটা ভালো? উত্তরে রণবীর বলেন, ‘আমার তো মনে হয় আমি বাচ্চাদের সঙ্গে বেশ ভালো। আমার দুই ছোট কাজিন আরমান আর আদরের (রণবীরের পিসি রিমা কাপুরের দুই সন্তান) বড় হয়ে ওঠার সময় ওরা তো আমার লেজুড় ছিল। আমি যেখানে যেতাম, ওরা পিছু পিছু যেত। আমার কথা খুব মানত। মনে হয় ওদের সঙ্গে ভালোই ছিলাম।’
রণবীর আরও বলেন, ‘আমার বোনের মেয়ে সামারা এখন ১১ বছরের। ও একটু লাজুক। দিল্লিতে থাকে। কিন্তু ওর বেড়ে ওঠার সময়ে আমরা খুব কাছের ছিলাম। আমার বিশ্বাস বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি কুল আংকেল। যদিও আংকেল ডাকটা পছন্দ নয় আমার। আমি ওদেরকে বলি আমাকে আরকে বলে ডাকতে। এতে কেউ আমাকে বয়স্ক ভাবতে পারবে না।’
গত সোমবার (২৭ জুন) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি..... কামিং সুন’।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩০ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১০ ঘণ্টা আগে