করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।
করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৪ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে