হেরা ফেরিতে থাকছেন না অক্ষয়, নতুন মুখ কার্তিক
বলিউডের ব্যবসা সফল কমেডি সিনেমার তালিকায় প্রথমে যে দুটির নাম আসে, সেগুলো হলো ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’ (২০০৬)। এখনো দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ বোরা।