মুক্তির দিনেই বক্স অফিস দখলে নিয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২ ’। শুরুর দিনটায় চমক দেখিয়ে চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, পুরো সপ্তাহে চলচ্চিত্রটি যদি দর্শক টানতে পারে, তাহলে ‘ব্রহ্মাস্ত্রের’ পর এটা হবে শুরুর সপ্তাহে বক্স অফিস মাতানো দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। এর জনপ্রিয়তা ও বক্স অফিসে চলচ্চিত্রটির সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে সফলও হয়েছে এটি।
ইন্ডিয়া টাইমস বলছে, প্রথম দিনের ভালো আয়ের পর দ্বিতীয় দিনেও চলচ্চিত্রটি দর্শক টেনেছে। দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি প্রায় ২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু চমৎকার গল্পের কারণে বড় বাজেটের না হয়েও চলচ্চিত্রটি সাড়া ফেলেছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এর আগে বলেছিলেন, চলচ্চিত্রটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারে।
রিমেক চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে। এটি এ বছরে বলিউডে শীর্ষ আয়ের চলচ্চিত্রের অন্যতম হতে পারে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিকুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
মুক্তির দিনেই বক্স অফিস দখলে নিয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২ ’। শুরুর দিনটায় চমক দেখিয়ে চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, পুরো সপ্তাহে চলচ্চিত্রটি যদি দর্শক টানতে পারে, তাহলে ‘ব্রহ্মাস্ত্রের’ পর এটা হবে শুরুর সপ্তাহে বক্স অফিস মাতানো দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র।
২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। এর জনপ্রিয়তা ও বক্স অফিসে চলচ্চিত্রটির সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে সফলও হয়েছে এটি।
ইন্ডিয়া টাইমস বলছে, প্রথম দিনের ভালো আয়ের পর দ্বিতীয় দিনেও চলচ্চিত্রটি দর্শক টেনেছে। দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি প্রায় ২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু চমৎকার গল্পের কারণে বড় বাজেটের না হয়েও চলচ্চিত্রটি সাড়া ফেলেছে।
বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এর আগে বলেছিলেন, চলচ্চিত্রটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারে।
রিমেক চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে। এটি এ বছরে বলিউডে শীর্ষ আয়ের চলচ্চিত্রের অন্যতম হতে পারে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা।
অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিকুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে