Ajker Patrika

‘দৃশ্যম ২’ মুক্তির দিনেই ১৫ কোটি রুপি আয় 

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৩: ১১
‘দৃশ্যম ২’ মুক্তির দিনেই ১৫ কোটি রুপি আয় 

মুক্তির দিনেই বক্স অফিস দখলে নিয়েছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২ ’। শুরুর দিনটায় চমক দেখিয়ে চলচ্চিত্রটি আয় করেছে প্রায় ১৫ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, পুরো সপ্তাহে চলচ্চিত্রটি যদি দর্শক টানতে পারে, তাহলে ‘ব্রহ্মাস্ত্রের’ পর এটা হবে শুরুর সপ্তাহে বক্স অফিস মাতানো দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র।

২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। এর জনপ্রিয়তা ও বক্স অফিসে চলচ্চিত্রটির সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে সফলও হয়েছে এটি।

ইন্ডিয়া টাইমস বলছে, প্রথম দিনের ভালো আয়ের পর দ্বিতীয় দিনেও চলচ্চিত্রটি দর্শক টেনেছে। দ্বিতীয় দিনে চলচ্চিত্রটি প্রায় ২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। শুধু চমৎকার গল্পের কারণে বড় বাজেটের না হয়েও চলচ্চিত্রটি সাড়া ফেলেছে।

বলিউড চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ এর আগে বলেছিলেন, চলচ্চিত্রটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারে।

রিমেক চলচ্চিত্রের ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে। এটি এ বছরে বলিউডে শীর্ষ আয়ের চলচ্চিত্রের অন্যতম হতে পারে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকেরা।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিকুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত