Ajker Patrika

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে ‘লাভ টুডে’

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১০: ৩৪
মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে ‘লাভ টুডে’

তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।

এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।

এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।

পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।

সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত