২০ বছরের ছোট জিজির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লিও
দু’জনের বয়সের পার্থক্য ২০ বছর হলে কী হবে, মনে মনে তাঁদের সম্পর্ক যে গভীর হয়ে উঠছে, সেটি প্রকাশ্যে আসছে ক্রমশ। সেখানে ডিক্যাপ্রিও সাদা স্নিকার্স, কালো জিনস, কালো জ্যাকেট ও একটি বেসবল ক্যাপ এবং মাস্ক পরে ছিলেন। ফলে মুখের বেশির ভাগ অংশই ছিল আড়ালে। জিজি হাদিদ টপ, চামড়ার জ্যাকেট ও নীল স্কার্ফ পরে ছিলেন।