অনলাইন ডেস্ক
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে