আজকের পত্রিকা ডেস্ক
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
৫৯ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। প্রতিবছরের মতো, সালমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন। আয়াতও ২৭ ডিসেম্বর জন্ম নেয়। একটি দারুণ গাড়িতে করে বোনের বাড়িতে পৌঁছান ভাইজান। পরনে ছিল বাদামি রঙের জ্যাকেট।
ভাইজানের পরিবারের সদস্য সোহেল খান, তাঁর ছেলে নিরবান খান এ আয়োজনে অংশ নেয়। সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি, ইউলিয়া ভানটুর, বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালা। আরবাজ খান ও তাঁর স্ত্রী শুরি সম্প্রতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করেছেন। তাঁরাও জন্মদিনের পার্টিতে যোগ দেন।
পার্টির এক অন্দরের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সংগীতশিল্পী সাজিদ খান। ভিডিওতে সালমান খান, ইউলিয়া ভানটুর, অর্পিতা, তাঁর স্বামী আয়ুষ শর্মা এবং তাঁদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন, `শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরি আয়াত, তোমাদের জন্য দোয়া। ‘
সালমান খান তাঁর পরবর্তী সিনেমা ‘সিকান্দর’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল, তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে।
সালমান খান এই সিনেমাতে প্রথমবারের মতো রাশ্মিকা মন্দান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন। ভাইজানকে সর্বশেষ টাইগার ৩ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন মানিশ শর্মা। সালমান খান শাহরুখ খানের ব্লকবাস্টার পাঠান সিনেমায় ক্যামিও করেছিলেন।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৪ ঘণ্টা আগে