আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক্-বিবাহ অনুষ্ঠানের এলাহি আয়োজন। প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমিরকে। শুধু তা-ই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে তাঁরা নেচেছেন। তাঁদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।
‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, এরপর আমির, পরে শাহরুখ নিজেদের সিগনেচার স্টাইলে নেচেছেন। যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেন। নাটু নাটু ছাড়াও এদিন ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি কারোগি’ থেকে ‘টাওয়াল ড্যান্স’, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তী’র ‘মাস্তি কি পাঠশালা’ গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁদের।
তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে এসেছিলেন।
আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক্-বিবাহ অনুষ্ঠানের এলাহি আয়োজন। প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমিরকে। শুধু তা-ই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে তাঁরা নেচেছেন। তাঁদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।
‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, এরপর আমির, পরে শাহরুখ নিজেদের সিগনেচার স্টাইলে নেচেছেন। যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেন। নাটু নাটু ছাড়াও এদিন ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি কারোগি’ থেকে ‘টাওয়াল ড্যান্স’, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তী’র ‘মাস্তি কি পাঠশালা’ গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁদের।
তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে এসেছিলেন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে