Ajker Patrika

আল্লুর প্রশংসা পেয়ে আপ্লুত শাহরুখ, বললেন ‘৩ দিনে ৩ বার পুষ্পা দেখেছি’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৯
আল্লুর প্রশংসা পেয়ে আপ্লুত শাহরুখ, বললেন ‘৩ দিনে ৩ বার পুষ্পা দেখেছি’

একজন বলিউডের আরেকজন দক্ষিণের সুপারস্টার। বলছি শাহরুখ খান ও আল্লু অর্জুনের কথা। দুই তারকা যখন একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন ভক্তদেরও উৎসাহের শেষ থাকে না। ২০২১ সালে মুক্তি পেয়েছিল আল্লুর ‘পুষ্পা’। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘জওয়ান’ বক্স অফিসে তাণ্ডব দেখাচ্ছে।

‘জওয়ান’-এর এ সাফল্যে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের তারকারা। এবার দীর্ঘ এক টুইটের মাধ্যমে পুরো ‘জওয়ান’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন আল্লু অর্জুন। আর এতে আপ্লুত শাহরুখ প্রশংসায় ভাসিয়েছেন আল্লু অর্জুনকেও।

দক্ষিণের ব্যবসাসফল সিনেমা ‘পুষ্পা’র লুকে আল্লু অর্জুন। ছবি: সংগৃহীতদক্ষিণী সুপারস্টার লিখেছেন, ‘এত বড় ব্লকবাস্টারের জন্য জওয়ান টিমকে অভিনন্দন। সকল কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা। শাহরুখ খান সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবতারে, বিশ্বব্যাপী তাঁর সোয়্যাগে মোহিত করেছে। আমি এতে সত্যিই খুশি স্যার, আপনার জন্য প্রার্থনা রইল।’

শুধু বলিউড বাদশাহ নন, আল্লু প্রশংসায় ভাসিয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনদের নিয়েও।

‘জওয়ান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান। ছবি: সংগৃহীত‘পুষ্পা’ অভিনেতার এই টুইটে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখ। পাল্টা টুইটে তিনি আল্লুর প্রশংসা করে লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা এবং প্রার্থনার জন্য। সোয়্যাগ এবং ‘‘দ্য ফায়ার’’ নিজেই আমার প্রশংসা করছেন, বাহ! আমার দিনটা ভালো হয়ে গেল!!! আমি অবশ্যই স্বীকার করছি যে, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি কারণ আমি ‘‘পুষ্পা’’ তিন দিনে তিনবার দেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত