Ajker Patrika

বংশের প্রথম মাধ্যমিক পাস রণবীর কাপুর

আপডেট : ১০ জুলাই ২০২২, ১৭: ৪০
বংশের প্রথম মাধ্যমিক পাস রণবীর কাপুর

বলিউডের ফার্স্ট ফ্যামিলির চতুর্থ প্রজন্মের অভিনেতা রণবীর কাপুর। অভিনয় তাঁর রক্তে। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে নজর কেড়েছেন। পৃথ্বীরাজ কাপুরের বংশধররা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী, তবে পড়াশোনার মামলায় পিছিয়ে। এ কথা নিজের মুখে স্বীকার করেছেন রণবীর।

রাজ কাপুরের নাতি রণবীর ফাঁস করলেন কাপুর বংশের তিনিই প্রথম ব্যক্তি যে দশম শ্রেণি পাস করেছেন! তবে পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না রণবীর। সাধারণভাবেই পার হয়েছেন প্রতিটা ক্লাস।

রণবীর কাপুর। ‘শামশেরা’র এক প্রমোশনের জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডলি সিংয়ের সঙ্গে আড্ডা দিলেন রণবীর। ডলির প্রশ্নের অকপট জবাব দিলেন তিনি। দশম শ্রেণির পর কোন বিষয়ে পড়াশোনা করেছেন রণবীর? জবাবে অভিনেতা জানান, ‘অ্যাকাউন্ট্যাস (কমার্স) নিয়ে।’ এরপর ডলি জিজ্ঞাসা করেন, ‘পড়াশোনায় তুমি কেমন ছিলে?’ কোনো রকম রাখঢাক না রেখেই রণবীর জবাব দেন, ‘খুব দুর্বল ছিলাম।’

দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন রণবীর? প্রশ্ন শুনে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘৫৩.৪ শতাংশ পেয়েছিলাম।’ এরপর রণবীর যোগ করেন, ‘যখন আমার রেজাল্ট প্রকাশ হয়েছে, আমার পরিবার দারুণ খুশি ছিল, এমনকি আমার জন্য বিরাট পার্টিও রেখেছিল। ওনারা এতটা আশা করেননি। আমাদের পরিবারের প্রথম ছেলে হিসেবে আমি দশম শ্রেণি পাস করেছিলাম।’

রণবীর কাপুর। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তিনি। রণবীর বলেন, ‘আমার বাবা এইট পাস, আমার কাকা নাইন পাস, আমার ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স অবধি পড়াশোনা করেছেন। সত্য়ি বলতে আমাদের বাড়ির সবচেয়ে শিক্ষিত ব্যক্তি আমি।’

স্কুলের গণ্ডি পার করে রণবীর অভিনয় এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে, এরপর বেশ কয়েক বছর সঞ্জয় লীল বানশালির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু রণবীরের।

চলতি মাসেই মুক্তি পাবে রণবীরের ‘শামশেরা’। এই সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত