ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
ফারহান আখতার পরিচালিত বলিউডের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেমের গল্পের সিনেমাটির বাইশ বছর কেটে গেল। সিনেমাটির শুটিং হয়েছিল ভারতের গোয়ায়। কিন্তু এত বছর কেটে গেলেও ফারহান আখতার আর কখনোই গোয়ার সেই জায়গায় ফেরত যাননি। এবার প্রায় ২৩ বছর পর সেখানে ফিরে গেলেন তিনি। চাপোরা দুর্গ থেকে এদিন ছবি পোস্ট করে নস্টালজিয়ায় ভাসলেন পরিচালক।
২০০০ সালে ‘দিল চাহতা হ্যায়’-এর শুটিংয়ের জন্য ফারহান গিয়েছিলেন গোয়ার চাপোরা দুর্গে। মাঝে দুই দশকের বেশি সময় কেটে গেলেও সেখানে আর যাওয়া হয়নি তাঁর। এবার ২৩ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ভেসেছেন তিনি। সেখান থেকে পোস্ট করা ছবিতে চাপোরা দুর্গতে পরিচালক সুজাত সওদাগরের সঙ্গে বসে থাকতে দেখা যায় তাঁকে।
ছবিটি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, ‘এই প্রথম আবার ফিরে গেলাম চাপোরা দুর্গে, সেই যখন আকাশ, সমীর এবং সিড এখানে বসে নিজেদের জীবন নিয়ে কথা বলছিল আর আমরা সেটার দৃশ্য ধারণ করেছিলাম তারপর। সেটা প্রায় ২৩ বছর আগের ঘটনা। অনেক কিছু বদলে গেছে, এর মধ্যে কিন্তু সেই উষ্ণতা, গোয়ার সেই নোনা হাওয়া একই আছে। কিছু জায়গা সত্যি ম্যাজিকাল হয়।’
অনেকেই ফারহান আখতারের এই পোস্টে মন্তব্য করেছেন, পরিচালকের সঙ্গে নস্টালজিয়ায় ভেসেছেন। আবার অনেকের প্রশ্ন, কবে আসছে এর সিক্যুয়াল? একজন লিখেছেন, ‘‘‘দিল চাহতা হ্যায়’’ মুক্তির ৩০ বছর কেটে গেছে! এটা মনেই হচ্ছে না।’ আরেকজন লিখেছেন, ‘নস্টালজিক হয়ে পড়লাম এটা দেখে।’ আরেকজনের জিগ্গাসা, ‘কবে আসছে এর সিক্যুয়াল?’
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্তা, সোনালি কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে