হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
৬ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
৭ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
৯ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
২০ ঘণ্টা আগে