হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
হ্যান্ডসাম লুক, হিপহপ ড্যান্স আর অভিনয় প্রতিভায় নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় প্রতিষ্ঠিত করেছেন বরুণ ধাওয়ান। শুধু পরিচালক বাবার সিনেমায় নয়, অন্যদের ছবিতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
তরুণ প্রজন্মের এই ক্রাশবয়ের আজ ৩৫তম জন্মদিন। এবারের জন্মদিন পরবর্তী সিনেমা ‘বাওয়াল’-এর সেটে উদ্যাপন করলেন বরুণ। জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যায় সাদা লিনেন শার্ট আর খাকি রঙা প্যান্টে আকর্ষণীয় বরুণ। পেছনে নানা রঙের বেলুন দিয়ে সাজানো। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি যদিও সুইট সিক্সটিন নয়, তবে জন্মদিনটি কাজ করে কাটাতে পেরে খুব খুশি লাগছে। গত দুটি জন্মদিন বাড়িতে কাটিয়েছি। আজ এই দিনে ভোর সাড়ে পাঁচটায় উঠে কাজে আসতে পেরে দুর্দান্ত লাগছে। নিতেশ তিওয়ারির ‘বাওয়াল’ সেটে আছি। ২০২২ আমার জন্য সত্যিই বিশেষ।’
চলচ্চিত্রের সঙ্গে বরুণের সম্পর্কটা জন্ম থেকেই। বাবা ডেভিড ধাওয়ান নামী বলিউড পরিচালক। বরুণের বড় ভাই রোহিত ধাওয়ানও পরিচালক।
২০১০ সালে করণ জোহরের ‘মাই নেইম ইজ খান’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন বরুণ ধাওয়ান। ২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে পথচলা শুরু। ২০১৪ সালে রোমান্টিক ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ২০১৫ সালে ‘এবিসিডি টু’ ছবির মাধ্যমে নিজের প্রতিভার জানান দেন বরুণ। এরপর ‘বাদলাপুর’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে অর্জন করেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৬ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১১ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
২০ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২০ ঘণ্টা আগে