Ajker Patrika

বিয়েতে বিপুল খরচ, কর্মীদের বেতন দিতে পারছেন না রাকুলের বর জ্যাকি

বিয়েতে বিপুল খরচ, কর্মীদের বেতন দিতে পারছেন না রাকুলের বর জ্যাকি

চলতি বছরের শুরুতে ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে বিয়ে করেন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। মহাধুমধাম করে দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাঁদের বিয়ের আসর। অভিনয় ছেড়ে জ্যাকি এখন ব্যস্ত প্রযোজনায়, বাবা বাসু ভগনানির প্রযোজনা প্রতিষ্ঠান ‘পূজা এন্টারটেইনমেন্ট’ এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু সেই পথচলা শুরুর কিছুদিনের মধ্যে তাঁর বিরুদ্ধে বড়সড় অভিযোগ। প্রতিষ্ঠানটি থেকে সময় মতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে এনেছেন একাধিক কর্মী।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইনস্টাগ্রামে অভিযোগ এনেছেন কয়েকজন কর্মী। সেসব পোস্টে জানানো হয়, সময় মতো পারিশ্রমিক পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এই দেরির জন্য কর্মীরা রীতিমতো বিরক্ত, এবং সেই ক্ষোভ থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এত বড় প্রতিষ্ঠান থেকে এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন তাঁরা। 

রুচিতা কাম্বলে নামক এক কর্মী ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, ‘এই ধরনের পোস্ট করার মতো মানুষ আমি নই, কিন্তু কখনও কখনও সকলেরই জমা কথা বের করার প্রয়োজন পড়ে! আমার টিম ও ক্রুদের নিজেদের কষ্টে উপার্জিত টাকার জন্য দিন থেকে রাত একাধিক সমস্যার মুখে পড়তে দেখে এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি।’

সেই পোস্টে দাবি করা হয়েছে, একটি কাজ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরও তারা টাকা পাননি।

ওই পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার ব্যাপারেও সবাইকে সতর্ক করেছেন ওই কর্মী। তিনি লিখেছেন, ‘টাকা পাওয়ার কোনও আশা হয়তো নেই, কিন্তু এই পোস্টটা মানুষকে ‘‘পূজা এন্টারটেইনমেন্ট’’ এর এই প্রতারণামূলক কাজের ব্যাপারে সতর্ক করার জন্য, ওদের সঙ্গে কাজ না করাই শ্রেয়।’

বিয়ের ছবিতে রাকুল-জ্যাকি। ছবি: সংগৃহীতএই পোস্টের পর আরও এক কর্মী এগিয়ে এসেছেন অভিযোগ নিয়ে। প্রযোজনা সংস্থার নাম না নিয়ে তিনি লিখেছেন, ‘আমি বছর ২ আগে একটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলাম। আমি এবং আমার সঙ্গে কাজ করা আরও অন্তত ১০০ জন কর্মী এখনও আমাদের প্রাপ্যের (২ মাসের বেতন) জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। অথচ অভিনেতাদের সঙ্গে সঙ্গে প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়, কারণ তাঁরা অভিনেতা। কোনও প্রযোজকের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, আমার পরিশ্রম করে আয় করা টাকা কোথায়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পরিশ্রম করে আয় করা টাকা আমি কবে পাব?’

উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে প্রযোজনা শুরু করে ‘পূজা এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটি থেকে—‘কুলি নং ১’, ‘বিবি নং ১’, ‘রংরেজ’, ‘শাদি নং ১’, ‘জওয়ানি জানেমান’-এর মতো একাধিক প্রজেক্টের প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ সিনেমা—অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত