বিনোদন ডেস্ক
রোজার ঈদ মানেই সালমান খানের সিনেমা। এই ঈদেও তিনি আসছেন নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিকান্দারের ট্রেলার।
সিকান্দারের ট্রেলারে সালমান খানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। তার স্ত্রীর চরিত্রে দেখা গেল রাশমিকা মান্দানাকে। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের সিকান্দারের ঝলক বলিউডের অন্যতম দীর্ঘ ট্রেলার।
ট্রেলারের শুরুতে দেখা গেল সালমানের অ্যাকশন। দুর্দান্ত সব অ্যাকশনে ঘায়েল করেছেন শত্রুদের। ডায়ালগবাজি ও তীব্র অ্যাকশনে সমৃদ্ধ ট্রেলারটি আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার কথা মনে করিয়ে দেয়। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। তার মুখে শোনা গেল গরমাগরম অনেক সংলাপ, যা শুনে দর্শক হাততালি দিতে বাধ্য। এই যেমন, ‘না বুঝে এক শ ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাফ নেই’।
নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
সালমানের সঙ্গে মুরুগাদোসের এটি প্রথম কাজ। পরিচালক জানিয়েছেন, সিকান্দার বিশেষভাবে সালমানের ভক্তদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। ট্রেলার দেখে খুশি সবাই। এবার সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারেন সিকান্দাররূপী সালমান, সেটাই দেখার পালা।
দেখুন ‘সিকান্দার’ সিনেমার ট্রেলার:
রোজার ঈদ মানেই সালমান খানের সিনেমা। এই ঈদেও তিনি আসছেন নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। এতে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিকান্দারের ট্রেলার।
সিকান্দারের ট্রেলারে সালমান খানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। তার স্ত্রীর চরিত্রে দেখা গেল রাশমিকা মান্দানাকে। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের সিকান্দারের ঝলক বলিউডের অন্যতম দীর্ঘ ট্রেলার।
ট্রেলারের শুরুতে দেখা গেল সালমানের অ্যাকশন। দুর্দান্ত সব অ্যাকশনে ঘায়েল করেছেন শত্রুদের। ডায়ালগবাজি ও তীব্র অ্যাকশনে সমৃদ্ধ ট্রেলারটি আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার কথা মনে করিয়ে দেয়। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। তার মুখে শোনা গেল গরমাগরম অনেক সংলাপ, যা শুনে দর্শক হাততালি দিতে বাধ্য। এই যেমন, ‘না বুঝে এক শ ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাফ নেই’।
নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
সালমানের সঙ্গে মুরুগাদোসের এটি প্রথম কাজ। পরিচালক জানিয়েছেন, সিকান্দার বিশেষভাবে সালমানের ভক্তদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। ট্রেলার দেখে খুশি সবাই। এবার সিনেমা হলে কতটা সাড়া ফেলতে পারেন সিকান্দাররূপী সালমান, সেটাই দেখার পালা।
দেখুন ‘সিকান্দার’ সিনেমার ট্রেলার:
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে