শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
অকারণে হর্ন না বাজাতে চালকদের সচেতন করার লক্ষ্যে তৈরি হয়েছে ওভিসি। এতে বাস ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে হেলপার চরিত্রে রয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ২ মে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে সাড়া ফেলেছে ওভিসিটি। প্রথম ৬ দিনে ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি।
৪ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ মিনিট আগেপেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৮ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১ দিন আগে