আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত টিজার। আজ সকালে প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির টিজারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি। এর আগেও ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ তে অসাধারণ অভিনয়ে প্রশংসিত হয়েছিলেন তাঁরা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া প্রমুখ।
প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।
আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত টিজার। আজ সকালে প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির টিজারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি। এর আগেও ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ তে অসাধারণ অভিনয়ে প্রশংসিত হয়েছিলেন তাঁরা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া প্রমুখ।
প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে