গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।
ছবিতে দেখা গেছে, জ্যাকি ও রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তাঁরা পেছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দুজনকে বেশ চেনা যাচ্ছে। ছবির সঙ্গে জ্যাকি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনো আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে রাকুল প্রীত।’ শেষে অনেকগুলো ভালোবাসার ইমোজিও দিয়েছেন জ্যাকি।
সেই একই ছবি রাকুল প্রীত নিজেও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ! তুমিই এই বছর আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রং যোগ করার জন্য ধন্যবাদ, আমাকে অকারণে হাসানোর জন্য ধন্যবাদ, আমার হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করব, জ্যাকি ভাগনানি।’
গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।
ছবিতে দেখা গেছে, জ্যাকি ও রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তাঁরা পেছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দুজনকে বেশ চেনা যাচ্ছে। ছবির সঙ্গে জ্যাকি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনো আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে রাকুল প্রীত।’ শেষে অনেকগুলো ভালোবাসার ইমোজিও দিয়েছেন জ্যাকি।
সেই একই ছবি রাকুল প্রীত নিজেও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ! তুমিই এই বছর আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রং যোগ করার জন্য ধন্যবাদ, আমাকে অকারণে হাসানোর জন্য ধন্যবাদ, আমার হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করব, জ্যাকি ভাগনানি।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে