গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।
ছবিতে দেখা গেছে, জ্যাকি ও রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তাঁরা পেছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দুজনকে বেশ চেনা যাচ্ছে। ছবির সঙ্গে জ্যাকি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনো আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে রাকুল প্রীত।’ শেষে অনেকগুলো ভালোবাসার ইমোজিও দিয়েছেন জ্যাকি।
সেই একই ছবি রাকুল প্রীত নিজেও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ! তুমিই এই বছর আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রং যোগ করার জন্য ধন্যবাদ, আমাকে অকারণে হাসানোর জন্য ধন্যবাদ, আমার হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করব, জ্যাকি ভাগনানি।’
গত বছর নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। রাকুল প্রীতের জন্মদিনের দিনই তাঁর প্রেমিক ইনস্টাগ্রামে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সেই পোস্ট শেয়ার দিয়ে সম্মতি জানিয়েছেন রাকুল নিজে। এরপর থেকেই তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মনে। তা কেন নিজেদের সম্পর্কের ব্যাপারে হাটে হাঁড়ি ভেঙেছিলেন তাঁরা? তা নিয়ে এবার মুখ খুললেন রাকুল। তিনি বলেন, ‘জ্যাকি এবং আমার দুজনেরই মনে হয়েছিল নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা রাখার আর কোনো মানে নেই।একটা সময় নিয়েছিলাম সবাইকে জানানোর। কিন্তু ভালোবাসার কথা লুকিয়ে রাখব কেন বছরের পর বছর? আরও মনে হয়েছিল, যদি সম্পর্কেই থাকি, তবে তা সম্মান করার দায়িত্ব আমাদের। নিজেদের সম্পর্কের কথাও প্রকাশ করার সাহস দরকার। আমরা সবাই বুঝি যে কেন সম্পর্কে থেকেও নিজেদের ভালোবাসা কথা প্রকাশ্যে বলে না। আমি এবং জ্যাকি একেবারেই সেই ধরনের মানুষ নই!’ বলেন রাকুল। অনুপমা চোপড়ার শো ‘ফিল্ম কম্পানিয়ন’-এ এসে খোলাখুলি নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কথা উঠেছিল তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে জ্যাকির কবিতা লেখার বিষয়েও। রাকুল জানান, তাঁর কোনো ধারণাই ছিল না যে রীতিমতো কবিতা লিখে বসবেন জ্যাকি। রাকুলের কথায়, ‘শুধু জানতাম, আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে সেদিন স্বীকার করবে জ্যাকি। সঙ্গে জানাবে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু ও যে কবিতা লিখে ফেলবে, সে ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না।'
রাকুল প্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছিলেন জ্যাকি ভাগনানি।
ছবিতে দেখা গেছে, জ্যাকি ও রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তাঁরা পেছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দুজনকে বেশ চেনা যাচ্ছে। ছবির সঙ্গে জ্যাকি লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনো আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে রাকুল প্রীত।’ শেষে অনেকগুলো ভালোবাসার ইমোজিও দিয়েছেন জ্যাকি।
সেই একই ছবি রাকুল প্রীত নিজেও শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ! তুমিই এই বছর আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রং যোগ করার জন্য ধন্যবাদ, আমাকে অকারণে হাসানোর জন্য ধন্যবাদ, আমার হওয়ার জন্য ধন্যবাদ। আমরা একসঙ্গে অনেক স্মৃতি তৈরি করব, জ্যাকি ভাগনানি।’
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে