চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।
চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে