মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। প্রচারণায় গত কয়েক দিন ধরেই ব্যস্ত সময় কাটিয়েছেন এই সিনেমার কলাকুশলীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন সহ-অভিনেতা রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী জ্যাকুলিন এই ঘটনার কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে জ্যাকুলিন বলেন, ‘শুটের প্রথম দিন, আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, শুটিংয়ে আমি বরুণ এবং রণবীরকে সত্যি সত্যি চড় মেরে ফেলেছিলাম। এইটা করার পর আমার মনে হয়েছে, যেন স্বস্তি পেলাম! দেখুন, আমরা সবাই–ই কিন্তু স্বস্তি পেয়েছি। এই ঘটনা নিয়ে পরে রণবীর এবং বরুণ মজা করেছে। বরুণ তার গালের দিকে নির্দেশ করে বলেছে, হুম, আপনি যদি এইটাকে বরফ (ব্রেক দ্য আইস—ইংরেজি ফ্রেজ) মনে করেন তাহলে ঠিক আছে! রণবীর বলেছে, হ্যাঁ, আমার চোয়াল ভাঙার জন্য কিন্তু বরফই লাগবে!’
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সার্কাস’ গতকাল শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন—রণবীর সিং, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, মুরালি শর্মা এবং অশ্বিনী কালসেকার। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
যদিও সার্কাস সিনেমার প্রথম দিনের শুরুটা ভালোভাবে হয়নি, প্রেক্ষাগৃহ থেকে এর আয় ছিল মাত্র ৩ কোটি রুপি।
মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। প্রচারণায় গত কয়েক দিন ধরেই ব্যস্ত সময় কাটিয়েছেন এই সিনেমার কলাকুশলীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন সহ-অভিনেতা রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী জ্যাকুলিন এই ঘটনার কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে জ্যাকুলিন বলেন, ‘শুটের প্রথম দিন, আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, শুটিংয়ে আমি বরুণ এবং রণবীরকে সত্যি সত্যি চড় মেরে ফেলেছিলাম। এইটা করার পর আমার মনে হয়েছে, যেন স্বস্তি পেলাম! দেখুন, আমরা সবাই–ই কিন্তু স্বস্তি পেয়েছি। এই ঘটনা নিয়ে পরে রণবীর এবং বরুণ মজা করেছে। বরুণ তার গালের দিকে নির্দেশ করে বলেছে, হুম, আপনি যদি এইটাকে বরফ (ব্রেক দ্য আইস—ইংরেজি ফ্রেজ) মনে করেন তাহলে ঠিক আছে! রণবীর বলেছে, হ্যাঁ, আমার চোয়াল ভাঙার জন্য কিন্তু বরফই লাগবে!’
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সার্কাস’ গতকাল শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন—রণবীর সিং, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, মুরালি শর্মা এবং অশ্বিনী কালসেকার। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
যদিও সার্কাস সিনেমার প্রথম দিনের শুরুটা ভালোভাবে হয়নি, প্রেক্ষাগৃহ থেকে এর আয় ছিল মাত্র ৩ কোটি রুপি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে