মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। প্রচারণায় গত কয়েক দিন ধরেই ব্যস্ত সময় কাটিয়েছেন এই সিনেমার কলাকুশলীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন সহ-অভিনেতা রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী জ্যাকুলিন এই ঘটনার কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে জ্যাকুলিন বলেন, ‘শুটের প্রথম দিন, আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, শুটিংয়ে আমি বরুণ এবং রণবীরকে সত্যি সত্যি চড় মেরে ফেলেছিলাম। এইটা করার পর আমার মনে হয়েছে, যেন স্বস্তি পেলাম! দেখুন, আমরা সবাই–ই কিন্তু স্বস্তি পেয়েছি। এই ঘটনা নিয়ে পরে রণবীর এবং বরুণ মজা করেছে। বরুণ তার গালের দিকে নির্দেশ করে বলেছে, হুম, আপনি যদি এইটাকে বরফ (ব্রেক দ্য আইস—ইংরেজি ফ্রেজ) মনে করেন তাহলে ঠিক আছে! রণবীর বলেছে, হ্যাঁ, আমার চোয়াল ভাঙার জন্য কিন্তু বরফই লাগবে!’
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সার্কাস’ গতকাল শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন—রণবীর সিং, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, মুরালি শর্মা এবং অশ্বিনী কালসেকার। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
যদিও সার্কাস সিনেমার প্রথম দিনের শুরুটা ভালোভাবে হয়নি, প্রেক্ষাগৃহ থেকে এর আয় ছিল মাত্র ৩ কোটি রুপি।
মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। প্রচারণায় গত কয়েক দিন ধরেই ব্যস্ত সময় কাটিয়েছেন এই সিনেমার কলাকুশলীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ের প্রথম দিন সহ-অভিনেতা রণবীর সিং এবং বরুণ শর্মাকে চড় মেরেছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী জ্যাকুলিন এই ঘটনার কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, এই ঘটনার ব্যাপারে জানতে চাইলে জ্যাকুলিন বলেন, ‘শুটের প্রথম দিন, আমি খুব নার্ভাস ছিলাম। এতটাই নার্ভাস ছিলাম যে, শুটিংয়ে আমি বরুণ এবং রণবীরকে সত্যি সত্যি চড় মেরে ফেলেছিলাম। এইটা করার পর আমার মনে হয়েছে, যেন স্বস্তি পেলাম! দেখুন, আমরা সবাই–ই কিন্তু স্বস্তি পেয়েছি। এই ঘটনা নিয়ে পরে রণবীর এবং বরুণ মজা করেছে। বরুণ তার গালের দিকে নির্দেশ করে বলেছে, হুম, আপনি যদি এইটাকে বরফ (ব্রেক দ্য আইস—ইংরেজি ফ্রেজ) মনে করেন তাহলে ঠিক আছে! রণবীর বলেছে, হ্যাঁ, আমার চোয়াল ভাঙার জন্য কিন্তু বরফই লাগবে!’
বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির সিনেমা ‘সার্কাস’ গতকাল শুক্রবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন—রণবীর সিং, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, মুরালি শর্মা এবং অশ্বিনী কালসেকার। কমেডি ঘরানার এই চলচ্চিত্রে রণবীর এবং বরুণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
যদিও সার্কাস সিনেমার প্রথম দিনের শুরুটা ভালোভাবে হয়নি, প্রেক্ষাগৃহ থেকে এর আয় ছিল মাত্র ৩ কোটি রুপি।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২৭ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩৩ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৩৯ মিনিট আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪৩ মিনিট আগে