চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। অভিনেত্রী শিখছেন সেলাই। চটের ওপর লাল-সবুজ সুতোর কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
উল্লেখ্য, রোহিত শেঠির কপ ইউনিভার্স সিংহাম অ্যাগেইনে রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। সিনেমাটিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।
চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। অভিনেত্রী শিখছেন সেলাই। চটের ওপর লাল-সবুজ সুতোর কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
উল্লেখ্য, রোহিত শেঠির কপ ইউনিভার্স সিংহাম অ্যাগেইনে রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। সিনেমাটিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে