Ajker Patrika

পুষ্পা ২: শুটিংয়ের দিনেই প্রযোজকের দপ্তরে আয়কর তল্লাশি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২: ৫৯
পুষ্পা ২: শুটিংয়ের দিনেই প্রযোজকের দপ্তরে আয়কর তল্লাশি

ভারতের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। পুষ্পার মতো বক্ম অফিস কাঁপানো সিনেমার প্রযোজক এটি। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে কার্যালয়ে হানা দিয়েছেন আয়কর কর্মকর্তারা। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান এমএমএম কার্যালয়ে হঠাৎ হানা দেন কর কর্মকর্তারা। 

গত ১২ ডিসেম্বরে শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। ঘটনাচক্রে শুরুর দিনেই আয়কর কর্মকর্তাদের এই আগমন এলোমেলো করে দিয়েছে তাদের শুটিং পরিকল্পনা।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। বক্স অফিসে ৩৭৫ কোটি রুপির ব্যবসা করলেও সে অনুযায়ী, আয়কর পরিষদ না হওয়ার অভিযোগ ওঠে প্রযোজনা প্রতিষ্ঠানটির ওপর। সেই কারণেই আয়কর দপ্তরের এই জরুরি তলব। তাঁরা ছাড়াও প্রযোজক ইয়েলমানচিলি রবিশঙ্কর, নবীন এরনেনি এবং চেরুকুরি মোহনের অফিসসহ আরও ১৫টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছেন কর কর্মকর্তারা। 

সদ্য রাশিয়া থেকে পুষ্পার প্রচারণা শেষে দেশে ফিরে ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ে অংশ নেন এই অভিনেতা। দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও। ‘

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত