Ajker Patrika

অভিষেকের সঠিক জবাব

অভিষেকের সঠিক জবাব

সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিষেক বচ্চন। বচ্চন পুত্রের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করতেই হয়। নেপোটিজম হোক বা স্ত্রী ঐশ্বরিয়া রাই, প্রায়ই কটু কথা শুনতে হয় অভিষেককে। পালটা জবাবও দেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে ওস্তাদ অভিষেক। তাঁর সেই জবাব যে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় সেকথা বলার আর অপেক্ষা রাখে না।

এবার টুইটারে কামাল আর খান বা কেআরকে-র সঙ্গে কথা হয় অভিষেকের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মালায়ালাম সিনেমা ‘বাশী’-র প্রশংসা করে একটি পোস্ট লেখেন অভিষেক। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন টবিনো থমাস এবং কীর্তি সুরেশ। টুইটারে অভিষেক লেখেন, ‘আরও একটা দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, শুভ কামনা টবিনো থমাস, কীর্তি সুরেশ এবং ছবির সকল কলাকুশলীদের’।

এই টুইট নিজের ওয়ালে রি-টুইট করে কেআরকে লেখেন, ‘ভাই তোমরা, বলিউডের লোকজনও কখনও একটু অসাধারণ সিনেমা তৈরি করতে পারো!’

অভিষেক বচ্চন ও কেআরকেকেআরকে-র এই উপদেশের খুব ঠান্ডা মাথায় জবাব দেন অভিষেক। তিনি বলেন, ‘নিশ্চয় চেষ্টা করব। আপনি তো বানিয়ে ছিলেন না… দেশদ্রোহী’। অভিষেকের এই জবাব দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার বাসিন্দারা। কেআরকে ২০০৮ সালে তৈরি করেছিলেন এই সিনেমা। ‘দেশদ্রোহী’র কাহিনি নিজেই লিখেছেন, হিরোও ছিলেন তিনি, পাশাপাশি প্রয়োজনার দায়িত্বও সামলেছিলেন। বলিউডের সুপারফ্লপ মুভির তালিকায় অন্যতম এটি। ৩ কোটির বাজেটের এই ছবি বক্স অফিসে মাত্র ৮০ লক্ষের ব্যবসা করেছিল। শেষবার ‘এক ভিলেন’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে কেআরকে-কে।

বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব কেআরকে, তারকাদের সঙ্গে এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিয়মিত বিবাদের কথা কারও অজানা নয়। সালমান থেকে অক্ষয়, সবার সমালোচনায় মুখর থাকেন কেআরকে। এবার অভিষকের কাছ থেকে সঠিক জবাবটাই পেয়েছেন বলে অনেকে বেজায় খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত