Ajker Patrika

‘গদর ২’ সিনেমার গান নিয়ে বিতর্ক, যা বললেন পরিচালক অনিল শর্মা

‘গদর ২’ সিনেমার গান নিয়ে বিতর্ক, যা বললেন পরিচালক অনিল শর্মা

‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল ‘গদর ২’ মুক্তি পেয়েছে ২২ বছর পর। গত ১১ আগস্ট মুক্তি পাওয়া সানি দেওল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখিয়েছে। ৫০০ কোটি রুপির গণ্ডি পেরিয়েছে, তৈরি করেছে ইতিহাস। কিন্তু একদিকে যখন বক্স অফিসে ছবিটি এত সাফল্য পেয়েছে তখন আরেকদিকে একাধিক বিতর্ক উসকে গেছে এটিকে নিয়ে।

কিছুদিন মিউজিক কম্পোজার উত্তম সিং অভিযোগ করেন যে তাঁর কম্পোজ করা ‘উড় যা কালে কাওয়া’ এবং ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান দুটি ‘গদর ২’ সিনেমাতে ব্যবহার করার জন্য অনুমতি নেননি পরিচালক অনিল শর্মা। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর এক প্রেম কথা’র জন্য এই দুইটি গান কম্পোজ করেছিলেন। এবার উত্তম সিংয়ের এই অভিযোগের উত্তর দিলেন পরিচালক অনিল শর্মা। বললেন ওনার অনুমতির প্রয়োজন নেই।

বলিউড ঠিকানাকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গান দুটির ওপর অধিকার মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, নেওয়া হয়েছে।’

‘গদর ২’ সিনেমার দৃশ্যে সানি দেওল ও আমিশাপরিচালক তাঁর কথায় আরও জানান যে বলিউডে নিয়মিতই একাধিক পুরোনো গান রিপ্রাইজ করা হয়, কেউ কোনও কম্পোজারের থেকে অনুমতি নেয় না। গানগুলোর ওপর অধিকার কেবল মিউজিক কোম্পানির। তাদের থেকে অনুমতি পেলে আর কারও অনুমতি লাগে না।’

এই বিষয়ে যদিও পরে উত্তম সিং জানিয়েছেন, অনিল শর্মার সেই অধিকার আছে গান ব্যবহার করার কিন্তু তবুও মানবিকতার খাতিরে তাঁর থেকেও অনুমতি নেওয়া উচিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত