বিনোদন প্রতিবেদক
নৃত্যশিল্পী ও তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের সৃজনশীল পরিচালক ও তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের প্রধান নির্দেশক পূজা সেনগুপ্ত। তাঁর কাছে নাচ শিখছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ড. লিলি নিকোলাস। কয়েক দিন আগেই কানাডা দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল তুরঙ্গমী প্রযোজিত নৃত্যনাট্য ‘নন্দিনী’। সেখানে আরও অনেক শিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ড. লিলি নিকোলাস। ‘নন্দিনী’ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। এর আগে ‘ওয়াটারনেস’, ‘অদম্য’, ‘হো চি মিন’সহ বেশ কিছু প্রযোজনা দিয়ে প্রশংসিত হয়েছেন পূজা। নাচ নিয়ে ঘুরেছেন বিশ্বের অনেক দেশেই। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।
এবার নতুন খবর এলো ভিয়েতনাম থেকে। পূজার নির্দেশনায় ভিয়েতনামের স্বাধীনতাযুদ্ধের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিনকে নিয়ে ‘হো চি মিন’ নৃত্য প্রযোজনার জন্য তাঁকে ভিয়েতনামের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের অ্যাম্বাসেডর এ তথ্য জানিয়ে চিঠি দিয়েছেন পূজাকে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও ভিয়েতনামের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে পূজার অবদান এবং তাঁর প্রশংসনীয় শিল্পনির্দেশনা ‘হো চি মিন: অ্যা জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন’-এর জন্য ভিয়েতনামের প্রেসিডেন্ট পূজাকে এই ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন। ২৮ ডিসেম্বর ঢাকাস্থ ভিয়েতনাম অ্যাম্বাসিতে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পূজা সেনগুপ্তর হাতে এই সম্মাননা তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
এ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত বলেন, ‘অবশ্যই যেকোনো প্রাপ্তি আনন্দের। আর সেটা যদি রাষ্ট্রীয় পর্যায়ের হয়, আমার কোনো কাজ যদি দেশের জন্য সম্মান বয়ে আনে, দুটি দেশের সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়, তাহলে সেটা অত্যন্ত গর্বেরও বটে।’
নৃত্যশিল্পী ও তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের সৃজনশীল পরিচালক ও তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের প্রধান নির্দেশক পূজা সেনগুপ্ত। তাঁর কাছে নাচ শিখছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ড. লিলি নিকোলাস। কয়েক দিন আগেই কানাডা দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল তুরঙ্গমী প্রযোজিত নৃত্যনাট্য ‘নন্দিনী’। সেখানে আরও অনেক শিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ড. লিলি নিকোলাস। ‘নন্দিনী’ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। এর আগে ‘ওয়াটারনেস’, ‘অদম্য’, ‘হো চি মিন’সহ বেশ কিছু প্রযোজনা দিয়ে প্রশংসিত হয়েছেন পূজা। নাচ নিয়ে ঘুরেছেন বিশ্বের অনেক দেশেই। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।
এবার নতুন খবর এলো ভিয়েতনাম থেকে। পূজার নির্দেশনায় ভিয়েতনামের স্বাধীনতাযুদ্ধের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিনকে নিয়ে ‘হো চি মিন’ নৃত্য প্রযোজনার জন্য তাঁকে ভিয়েতনামের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের অ্যাম্বাসেডর এ তথ্য জানিয়ে চিঠি দিয়েছেন পূজাকে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও ভিয়েতনামের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে পূজার অবদান এবং তাঁর প্রশংসনীয় শিল্পনির্দেশনা ‘হো চি মিন: অ্যা জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন’-এর জন্য ভিয়েতনামের প্রেসিডেন্ট পূজাকে এই ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন। ২৮ ডিসেম্বর ঢাকাস্থ ভিয়েতনাম অ্যাম্বাসিতে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পূজা সেনগুপ্তর হাতে এই সম্মাননা তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
এ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত বলেন, ‘অবশ্যই যেকোনো প্রাপ্তি আনন্দের। আর সেটা যদি রাষ্ট্রীয় পর্যায়ের হয়, আমার কোনো কাজ যদি দেশের জন্য সম্মান বয়ে আনে, দুটি দেশের সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়, তাহলে সেটা অত্যন্ত গর্বেরও বটে।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে