Ajker Patrika

বিধানসভায় নির্বাচনে লড়বেন কারাবন্দী গ্যাংস্টার বিষ্ণোই!

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছবি: সংগৃহীত
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে তারকার প্রাণনাশের হুমকি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকী খুনের ঘটনায় আলোচনায় বিষ্ণোই গ্যাংয়ের নেতা লরেন্স বিষ্ণোই। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এরই মধ্যে সেই লরেন্সের কাছেই গেল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভোটে লড়ার প্রস্তাব পেয়েছেন এই গ্যাংস্টার।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। গুজরাটের সবরমতী জেলে বন্দী এই গ্যাংস্টার। এমতাবস্থায় উত্তর ভারতীয় বিকাশ সেনা রাজনৈতিক দলের পক্ষে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনে নথিভুক্ত এই রাজনৈতিক দল।

এই গ্যাংস্টারকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গর্বিত যে লরেন্স উত্তর ভারতীয় ও পাঞ্জাবের বাসিন্দা। এখানেই শেষ নয়, সেখানে লরেন্সের সঙ্গে তুলনা করা হয় স্বাধীনতা সংগ্রামী ভগত সিংয়েরও। এরপরেই ওই চিঠিতে লরেন্সকে অনুরোধ করা হয় যে, তিনি যেন আগামী মাসে যে নির্বাচন হতে চলেছে তথা মহারাষ্ট্র নির্বাচনে প্রার্থী হতে রাজি হন। চিঠিতে উল্লিখিত তারিখ ১৮ অক্টোবর আর ঠিকানা লেখা রয়েছে সবরমতী জেল।

বেশ অনেক দিন থেকেই সালমান খানকে খুন করার হুমকি দিয়ে চলেছে লরেন্স ও তাঁর গ্য়াং। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমানকে মেরে ফেলতে চায় লরেন্স। কারণ তাদের কাছে কৃষ্ণসার হরিণ দেবী। এই প্রজাতির হরিণকে বিষ্ণোই সম্প্রদায় মাতৃরূপে পূজা করেন তাঁরা।

সম্প্রতি বান্দ্রায় বাবা সিদ্দিকীকে খুন করে ফের খবরের শিরোনামে উঠে আসে এই গ্যাং। লরেন্সের দাবি বাবার সঙ্গে যোগাযোগ ছিল দাউদ ইব্রাহিমের। সেই কারণেই মারা হয়েছে তাঁকে। দশেরার দিন তাঁর ছেলের অফিসের বাইরেই প্রকাশ্যে রাস্তায় বাবা সিদ্দিকীকে খুন করে লরেন্সের গ্যাংয়ের সদস্যরা। এবার সেই গ্যাংস্টারের কাছেই গেল নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত