Ajker Patrika

মেহজাবীনের বিয়ের গুঞ্জন

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৩: ৪৩
মেহজাবীনের বিয়ের গুঞ্জন

খবর ছড়িয়েছে লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন এ অভিনেত্রী। একই অনুষ্ঠানে যোগ দিতে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ। সেখানে তানজিন তিশার একটি ভিডিওতে দেখা গেল, মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিব একে অপরের হাত ধরে হাঁটছেন। সেই ভিডিও থেকেই গুঞ্জনের শুরু। শোনা গেছে আরও আগেই বিয়ের কাজটি সেরেছেন। তবে বিশেষ কোনা কারণে মুখ খোলেননি মিডিয়ায়।

দেশে এমনকি ভারতেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে মেহজাবীন ও রাজিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুত। এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে মেহজাবীন বা রাজিব কেউই সাড়া দেননি। বরং মেহজাবীন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রিপ, ইয়েলো জার্নালিজম’।

পরস্পরকে নিয়ে আদনান আল রাজিব ও মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীতআদনান আল রাজিব ও মেহজাবীনের সম্পর্কের গুঞ্জন রয়েছে আরও আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় এক সময় দুজনের ছবি প্রকাশের পর সেই গুঞ্জনের শুরু। ২০১৮ সালে নায়িকা আদনানের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি সেখানে থাকবে (যেখানে চাও)।’

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজিবের কিছু একান্ত মুহূর্ত। ছবি: সংগৃহীতগত ১৯ এপ্রিল মেহজাবীনের জন্মদিনে আদনান আল রাজিবের পোস্টেও দুজনের সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। রাজিব লেখেন, ‘চমৎকার মনের মানুষ মেহজাবীনকে জন্মদিনের শুভেচ্ছা। এই বছরগুলোতে তুমিই আমার শক্তি ও সাহস। তুমি আমার জীবনে উজ্জ্বল তারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত