Ajker Patrika

বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

আপডেট : ০১ জুন ২০২৩, ২০: ৫২
বাজেটে আরও বরাদ্দের দাবিতে সমাবেশ ডেকেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। 

তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।

গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’ 

গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’ 

৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত