বিনোদন প্রতিবেদক, ঢাকা
টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে অপূর্বর। ‘চালচিত্র’ নামের এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তাঁর।
বড়দিন উপলক্ষে গত ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতীম ডি গুপ্তর পরিচালনায় চালচিত্রে রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। চালচিত্র মুক্তির এক সপ্তাহের মাথায় এসেছে সিকুয়েলের ঘোষণা; তাতে অপূর্বও থাকবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
চালচিত্র নিয়ে এত সুখবরের মধ্যে মন খারাপের বিষয়ও ছিল। প্রশংসিত সিনেমাটি এখনো দেখার সুযোগ পাননি অপূর্ব। মুক্তি উপলক্ষে গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতার এবং অংশ নেওয়ার কথা ছিল প্রিমিয়ারে। কিন্তু শিডিউল জটিলতায় যেতে পারেননি।
ক্রাইম থ্রিলারটি দেখার সুযোগ পাননি অপূর্বর বাংলাদেশের ভক্তরাও। এ নিয়ে তাঁর ভক্তদের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ ঘুচবে এবার। ঘরে বসে চালচিত্র দেখার সুযোগ পাবেন সবাই। কারণ, সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে চালচিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছে হইচই।
চালচিত্র সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়ায় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এতে আরও রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।
টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে অপূর্বর। ‘চালচিত্র’ নামের এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তাঁর।
বড়দিন উপলক্ষে গত ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতীম ডি গুপ্তর পরিচালনায় চালচিত্রে রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। চালচিত্র মুক্তির এক সপ্তাহের মাথায় এসেছে সিকুয়েলের ঘোষণা; তাতে অপূর্বও থাকবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
চালচিত্র নিয়ে এত সুখবরের মধ্যে মন খারাপের বিষয়ও ছিল। প্রশংসিত সিনেমাটি এখনো দেখার সুযোগ পাননি অপূর্ব। মুক্তি উপলক্ষে গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতার এবং অংশ নেওয়ার কথা ছিল প্রিমিয়ারে। কিন্তু শিডিউল জটিলতায় যেতে পারেননি।
ক্রাইম থ্রিলারটি দেখার সুযোগ পাননি অপূর্বর বাংলাদেশের ভক্তরাও। এ নিয়ে তাঁর ভক্তদের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ ঘুচবে এবার। ঘরে বসে চালচিত্র দেখার সুযোগ পাবেন সবাই। কারণ, সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে চালচিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছে হইচই।
চালচিত্র সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়ায় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এতে আরও রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে