বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯ তম জন্মদিনে ধামাকাদার খবর! যে শাহরুখ দিনে ১০০ টির বেশি সিগারেট ধরাতেন, তিনি জানালেন সিগারেট একেবারেই ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, এ বিশেষ ঘোষণা তিনি দিয়েছেন ভক্তদের সাক্ষী রেখে।
ভক্তদের তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’
ভারতীয় গণমাধ্যমগুলোতে ‘কিং খান’ শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টার বেশি সিগারেট খান। এক সময় তিনি সারা দিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব খেতেন। আর সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন।
শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি! তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছে তিনি।
মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
বলিউড বাদশা শাহরুখ খানের ৫৯ তম জন্মদিনে ধামাকাদার খবর! যে শাহরুখ দিনে ১০০ টির বেশি সিগারেট ধরাতেন, তিনি জানালেন সিগারেট একেবারেই ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, এ বিশেষ ঘোষণা তিনি দিয়েছেন ভক্তদের সাক্ষী রেখে।
ভক্তদের তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’
ভারতীয় গণমাধ্যমগুলোতে ‘কিং খান’ শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টার বেশি সিগারেট খান। এক সময় তিনি সারা দিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব খেতেন। আর সঙ্গে একের পর এক সিগারেট ধরাতেন।
শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি! তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছে তিনি।
মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাই আসেন তাঁর সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৪৩ মিনিট আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১২ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১২ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১২ ঘণ্টা আগে