Ajker Patrika

অভিনন্দন রাদিয়া

মুসাররাত আবির
অভিনন্দন রাদিয়া

সম্প্রতি শেষ হলো ঐতিহ্যবাহী কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার ১৪১তম আসর। প্রতিবছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের উপজীব্য বিষয় ছিল ‘পৃথিবীকে টেকসই ও গ্রহণযোগ্যভাবে গড়ে তুলতে সম্প্রদায় এবং সংস্কৃতিগত ভ্রাতৃত্বের অবদান’। এবারের আসরে যেসব শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করেছেন, তাঁদের একজন পাঠকবন্ধু রাদিয়া শানজান ইশমা। তিনি বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে পড়াশোনা করছেন।

আজকের পত্রিকা ও পাঠকবন্ধুর পক্ষ থেকে রাদিয়া শানজান ইশমাকে অভিনন্দন জানানো হয়েছে।

১৮৮৩ সালে শুরু হওয়া বিশ্বের পুরোনো প্রতিযোগিতার অন্যতম কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা। প্রায় ১৪০ বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এটি আয়োজিত হয়ে আসছে। প্রতিবছর কমনওয়েলথ অধিভুক্ত দেশগুলো থেকে হাজারো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। এই রচনা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে তরুণদের চিন্তাভাবনা প্রকাশে উদ্বুদ্ধ করা।  

১৮ বছর বয়স পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। অংশগ্রহণকারীরা মোট দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি বিভাগ থেকে দুজন করে মোট চার অংশগ্রহণকারীকে লন্ডনের রয়্যাল প্যালেসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁদের স্বীকৃতি হিসেবে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া পুরস্কার হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হয়।

পরবর্তী প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় মার্চ, ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত