Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টার ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নবীন বরণে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের যাত্রা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়। গ্রিন ইউনিভার্সিটি তোমাদের এমন জায়গায় পৌঁছে দিতে চায়, যেখানে তোমরা দায়িত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।’ 

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, এটা সেই বাংলাদেশ, যা শিক্ষার্থীরা তৈরি করেছে। কিন্তু যদি জ্ঞান না থাকে, জ্ঞানভিত্তিক সমাজ তৈরি না হয়; তবে শিক্ষার্থীদের এই নেতৃত্ব মুখ থুবড়ে পড়বে। এ জন্যই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।
 
সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান-দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করার তাগিদও দেন তিনি। 

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে নবীনবরণ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকাঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ডিসটিংগুইস্ড অধ্যাপক ও টেক্সটাইল বিভাগের চেয়ারপারসন ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এলপিআর প্রমুখ। 

অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থী ও উপস্থিত সকলের উপস্থিতিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। পরে স্ব স্ব বিভাগ তাদের শিক্ষার্থীদের বিভাগীয় নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত