শিক্ষা ডেস্ক
উন্নত দেশগুলো তাদের বিদ্যাপীঠগুলোতে বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায়। এমনই একটি দেশ সুইডেন, যেটি বছরের পর বছর এর নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের এই আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য।
দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসের (এসআই স্কলারশিপ) আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
জীবনযাত্রার ব্যয় বহনের জন্য মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (বাংলাদেশি প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে। স্বাস্থ্যবিমা প্রদান করবে। ভ্রমণের জন্য ১৫ হাজার ক্রোনা অনুদান দেবে। এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রথম শ্রেণির সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে।
যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। লেটারস অব রেফারেন্স। কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র। বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। মোটিভেশনাল লেটার।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি
উন্নত দেশগুলো তাদের বিদ্যাপীঠগুলোতে বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায়। এমনই একটি দেশ সুইডেন, যেটি বছরের পর বছর এর নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের এই আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য।
দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসের (এসআই স্কলারশিপ) আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
জীবনযাত্রার ব্যয় বহনের জন্য মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (বাংলাদেশি প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে। স্বাস্থ্যবিমা প্রদান করবে। ভ্রমণের জন্য ১৫ হাজার ক্রোনা অনুদান দেবে। এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রথম শ্রেণির সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে।
যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। লেটারস অব রেফারেন্স। কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র। বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। মোটিভেশনাল লেটার।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে