নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আজকের পত্রিকাকে ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ঈদের আগে আমাদের এ বিষয়ে একটা মিটিং হয়েছে। আমরা যাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে নেব, তাদের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু চলমান লকডাউনের কারণে চুক্তিটা স্বাক্ষর হয়নি। চুক্তিটি যেদিন হবে, সেদিন থেকে সাত দিন আমরা আমাদের ২য় আবেদন নিতে পারব। টাকা-পয়সা ঠিকমতো যাচ্ছে কি না, সেটা পরীক্ষা করতে আমাদের সাত দিন লাগবে৷ আগস্টের ৫ তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আগস্টের মাঝামাঝি সময়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিয়ে দেব। তারপর এক সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীতদের ২য় আবেদন নেব এবং সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নেওয়ার জন্য একটা টার্গেট করা হচ্ছে।
এর আগে গত ১ এপ্রিল থেকে প্রাথমিক ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে ২৫ জুন শেষ হয়। গত ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিধিনিষেধ চলমান থাকায় পরে তা স্থগিত করা হয়।
গুচ্ছ পদ্ধতির ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। আজ শনিবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি ।
আজকের পত্রিকাকে ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘ঈদের আগে আমাদের এ বিষয়ে একটা মিটিং হয়েছে। আমরা যাদের পেমেন্ট গেটওয়ে হিসেবে নেব, তাদের সঙ্গে একটা চুক্তি হওয়ার কথা। কিন্তু চলমান লকডাউনের কারণে চুক্তিটা স্বাক্ষর হয়নি। চুক্তিটি যেদিন হবে, সেদিন থেকে সাত দিন আমরা আমাদের ২য় আবেদন নিতে পারব। টাকা-পয়সা ঠিকমতো যাচ্ছে কি না, সেটা পরীক্ষা করতে আমাদের সাত দিন লাগবে৷ আগস্টের ৫ তারিখে যদি লকডাউন শেষ হয়ে যায় তাহলে আমরা আগস্টের মাঝামাঝি সময়ে প্রাথমিক আবেদনের ফলাফল দিয়ে দেব। তারপর এক সপ্তাহের মধ্যে আমরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীতদের ২য় আবেদন নেব এবং সেপ্টেম্বরের শেষে পরীক্ষা নেওয়ার জন্য একটা টার্গেট করা হচ্ছে।
এর আগে গত ১ এপ্রিল থেকে প্রাথমিক ভর্তির আবেদন-প্রক্রিয়া শুরু হয়ে ২৫ জুন শেষ হয়। গত ১৯ ও ২৬ জুন এবং ৩ জুলাইয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিধিনিষেধ চলমান থাকায় পরে তা স্থগিত করা হয়।
গুচ্ছ পদ্ধতির ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।
১ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
৫ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১ দিন আগে