Ajker Patrika

আইইএলটিএস ছাড়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৮ সপ্তাহের কোর্স করার সুযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬: ৫৯
দরিদ্র ও মেধাবীদের হার্ভার্ডে পড়ার সুযোগ। ছবি: সংগৃহীত
দরিদ্র ও মেধাবীদের হার্ভার্ডে পড়ার সুযোগ। ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ সালে দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৫ প্রতিষ্ঠা করেন। এই প্রোগ্রাম বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন এবং তাদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সহায়তা করে। এই প্রোগ্রামের অন্যতম সুবিধা হলো আইইএলটিএস (IELTS) ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী ১৮ থেকে ২৯ বছর বয়সী শিক্ষার্থী, যাঁরা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন অথবা শেষ করেছেন, তাঁরা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য। এই প্রোগ্রামে বিশ্বের আরও অনেক মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ রয়েছে। এই প্রোগ্রামের জন্য আর্থিক অনুদানও দেওয়া হয়।

এই প্রোগ্রামে তিনটি মডিউল আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্বের এই প্রোগ্রাম ৮ সপ্তাহের। কোনো শিক্ষার্থী বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সম্পূর্ণ অর্থায়িত এই প্রোগ্রামে অংশ নিতে পারেন।

এই প্রোগ্রামের কিছু সুবিধা:

  • এটিতে আইইএলটিএস স্কোর ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে।
  • ১৮ থেকে ২৯ বছর বয়সী আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা, যারা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন অথবা শেষ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
  • পরিবারে প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • প্রোগ্রামটি বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়।
  • এটিতে বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
  • শিক্ষার্থীরা হার্ভার্ডসহ বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ক্লাস করার সুযোগ পান।
  • উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান এবং আইডিয়া বাস্তবায়নের জন্য অর্থায়ন করা হয়।
  • ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা:

  • আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী;
  • বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে;
  • উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি জানা থাকতে হবে;
  • পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও অনলাইনে আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত