মোস্তাকিম শুভ, সেলটা
Distractors in Listening
... পূর্বের ধারাবাহিকতায়
সাধারণত: লিসনিংয়ে ডিসট্র্যাকটরের নানা রূপ
[ক] অসত্য (অশুদ্ধ) তথ্য। [খ] বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) [গ] বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) [ঘ] সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। [ঙ] কথা পরিবর্তন। [চ] ইনফরমেশন ওভারলোড।
ঙ। কথা পরিবর্তন
কোন সংলাপে একজন বক্তা একটা তথ্য দিবে। পরে অন্য একজন বক্তা এসে সেই বিষয়ে অন্য তথ্য দেবে। এর অর্থ হলো—একই বিষয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেল। মজার বিষয় হলো প্রথম তথ্যটি সম্পূর্ণ সঠিক ছিল যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বক্তা মুখ খোলে নাই। এখন দ্বিতীয় বক্তা একই বিষয়ে ভিন্নতর তথ্য দিচ্ছে। সেহেতু এখন সত্য হলো যা দ্বিতীয় বক্তা বলছে। এমনি করে সেটিই সত্য হবে যেটি একদম শেষের বক্তা বলবে। এটিই ডিসট্র্যাকটর। বিষয়টি পুরো উল্টোও হতে পারে—প্রথমে বলা কথাগুলো একদম সঠিক, বরং পরে বলা কথাগুলো মিসলিডিং, সত্য নয়। পরিস্থিতি যাই হোক শেষ বক্তার কথা পর্যন্ত ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। উদাহরণ- ৫:
চ। ইনফরমেশন ওভারলোড (Information Overload)
অতিরিক্ত তথ্য-উপাত্ত-সংবলিত কোনো পাঠ্য অথবা অত্যন্ত ঘটনাবহুল কোনো ঘটনা বা পরিস্থিতিতে যে কারও জন্য সব বিষয় উপলব্ধি করা তথা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এহেন পরিস্থিতিকে ইনফরমেশন ওভারলোড বলে। এমন পরিস্থিতি তখনই ঘটে যখন তথ্য-উপাত্তগুলো প্রয়োজনের অতিরিক্ত হয় যা সামলানো যায় না। ফলে সঠিক সিদ্ধান্তও গ্রহণ করা কঠিন হয়ে পড়ে।
লিসনিংয়ে প্রয়োজনের অতিরিক্ত তথ্য বা ঘটনার অবতারণা করা হয়। এমনকি অতিরঞ্জিত করে কোনো পরিস্থিতি উপস্থাপন করা হয়। ভাষাগত জটিলতাও তৈরি করা হয়। যেমন ধরুন—টাইম, ডিগ্রি, টেনস, এগ্রি, ডিস-এগ্রি ইত্যাদি বিষয়ে অতিরিক্ত তথ্যবহুল ঘটনার বিবৃতি। এমনি করে লিসনিং প্রশ্নপত্রে অতিরিক্ত টেক্সট আনা এবং রেকর্ডিংয়েও অধিক আলাপচারিতা আনা হয়। ফলে এত কিছু একসঙ্গে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া সময়ের স্বল্পতা তো রয়েছে।
টিপস
■ লিসনিং প্রশ্নপত্রে প্রয়োজনের অতিরিক্ত তথ্য থাকে। রেকর্ডিংয়ে আগডুম-বাগডুম কিছু কথাবার্তা সংযুক্ত করা হয়। প্রাত্যহিক জীবনেও এমন অনেক গোলযোগের মধ্যে আমাদের যোগাযোগ করতে হয়। এরাই ডিসট্র্যাকটর।
■ লিসনিংজুড়ে ওরা কীভাবে বিরাজ করে, তা জানুন। ডিসট্র্যাকটরের মধ্যেও নির্ভুল লিসনিংয়ে করণীয় কী জানুন।
চলবে... (পর্ব-৫.৪ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
Distractors in Listening
... পূর্বের ধারাবাহিকতায়
সাধারণত: লিসনিংয়ে ডিসট্র্যাকটরের নানা রূপ
[ক] অসত্য (অশুদ্ধ) তথ্য। [খ] বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) [গ] বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) [ঘ] সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। [ঙ] কথা পরিবর্তন। [চ] ইনফরমেশন ওভারলোড।
ঙ। কথা পরিবর্তন
কোন সংলাপে একজন বক্তা একটা তথ্য দিবে। পরে অন্য একজন বক্তা এসে সেই বিষয়ে অন্য তথ্য দেবে। এর অর্থ হলো—একই বিষয়ে দুটি ভিন্ন তথ্য পাওয়া গেল। মজার বিষয় হলো প্রথম তথ্যটি সম্পূর্ণ সঠিক ছিল যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বক্তা মুখ খোলে নাই। এখন দ্বিতীয় বক্তা একই বিষয়ে ভিন্নতর তথ্য দিচ্ছে। সেহেতু এখন সত্য হলো যা দ্বিতীয় বক্তা বলছে। এমনি করে সেটিই সত্য হবে যেটি একদম শেষের বক্তা বলবে। এটিই ডিসট্র্যাকটর। বিষয়টি পুরো উল্টোও হতে পারে—প্রথমে বলা কথাগুলো একদম সঠিক, বরং পরে বলা কথাগুলো মিসলিডিং, সত্য নয়। পরিস্থিতি যাই হোক শেষ বক্তার কথা পর্যন্ত ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। উদাহরণ- ৫:
চ। ইনফরমেশন ওভারলোড (Information Overload)
অতিরিক্ত তথ্য-উপাত্ত-সংবলিত কোনো পাঠ্য অথবা অত্যন্ত ঘটনাবহুল কোনো ঘটনা বা পরিস্থিতিতে যে কারও জন্য সব বিষয় উপলব্ধি করা তথা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এহেন পরিস্থিতিকে ইনফরমেশন ওভারলোড বলে। এমন পরিস্থিতি তখনই ঘটে যখন তথ্য-উপাত্তগুলো প্রয়োজনের অতিরিক্ত হয় যা সামলানো যায় না। ফলে সঠিক সিদ্ধান্তও গ্রহণ করা কঠিন হয়ে পড়ে।
লিসনিংয়ে প্রয়োজনের অতিরিক্ত তথ্য বা ঘটনার অবতারণা করা হয়। এমনকি অতিরঞ্জিত করে কোনো পরিস্থিতি উপস্থাপন করা হয়। ভাষাগত জটিলতাও তৈরি করা হয়। যেমন ধরুন—টাইম, ডিগ্রি, টেনস, এগ্রি, ডিস-এগ্রি ইত্যাদি বিষয়ে অতিরিক্ত তথ্যবহুল ঘটনার বিবৃতি। এমনি করে লিসনিং প্রশ্নপত্রে অতিরিক্ত টেক্সট আনা এবং রেকর্ডিংয়েও অধিক আলাপচারিতা আনা হয়। ফলে এত কিছু একসঙ্গে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া সময়ের স্বল্পতা তো রয়েছে।
টিপস
■ লিসনিং প্রশ্নপত্রে প্রয়োজনের অতিরিক্ত তথ্য থাকে। রেকর্ডিংয়ে আগডুম-বাগডুম কিছু কথাবার্তা সংযুক্ত করা হয়। প্রাত্যহিক জীবনেও এমন অনেক গোলযোগের মধ্যে আমাদের যোগাযোগ করতে হয়। এরাই ডিসট্র্যাকটর।
■ লিসনিংজুড়ে ওরা কীভাবে বিরাজ করে, তা জানুন। ডিসট্র্যাকটরের মধ্যেও নির্ভুল লিসনিংয়ে করণীয় কী জানুন।
চলবে... (পর্ব-৫.৪ আগামী সংখ্যায়)
আরও পড়ুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।
৪ মিনিট আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
৪ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১৩ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
২১ ঘণ্টা আগে