Ajker Patrika

সামসুল হক খাঁন স্কুলে এবারও সাফল্যের জোয়ার

জহিরুল আলম পিলু 
আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০: ৪২
ডেমরার সামসুল হক খাঁন স্কুল থেকে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা
ডেমরার সামসুল হক খাঁন স্কুল থেকে এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ডেমরার সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৪৪২ জন। ‘এ’ প্লাস পেয়েছে ৬৩৫ জন। পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।

প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে এবার ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১১ ও মানবিক থেকে পাঁচজন ‘এ’ প্লাস পেয়েছে। ইংরেজি ভার্সন থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭৯ শিক্ষার্থীর মধ্যে ৭২ জন ‘এ’ প্লাস পেয়েছে।

প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় এই সাফল্য দেখে স্বভাবতই উচ্ছ্বসিত সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘এ বছরের এসএসসি পরীক্ষা বিগত বছরের চেয়ে কঠিন ও ব্যতিক্রম ছিল। কেবল মেধাবী শিক্ষার্থীরাই এবার এসএসসি পরীক্ষায় ভালো করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা বিগত সাফল্যের ধারায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী।

‘তবে জুলাই অভ্যুত্থানের ট্রমা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করায় সবাই ভালো করতে পারেনি।’

বিজ্ঞান বিভাগ থেকে ‘এ’ প্লাস পাওয়া সামসুল হক খাঁন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলে, ‘অনেক ভয় থাকা সত্ত্বেও মনের মতো ফল অর্জন করতে পেরেছি। এ জন্য প্রিন্সিপাল স্যারের উৎসাহ ও শিক্ষকদের নিরলস চেষ্টা মনে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত