Ajker Patrika

চবি শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

প্রতিনিধি
চবি শিক্ষার্থীদের যাতায়াতে বাস সার্ভিস চালু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

চবি: গণপরিবহন বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে তিন দিনের জন্য বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাস সার্ভিসটি আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত চালু থাকবে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে ৪টি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সকাল ৮টায় ছাড়বে এবং পরীক্ষা শেষে বাসগুলো ক্যাম্পাস হতে বিকেল ৪টায় শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

একটি বাস এ কে খান মোড় থেকে ছেড়ে জিইসি-ষোলোশহর ২ নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। আরেকটি বাস বড়পুল থেকে ছেড়ে আগ্রাবাদ-টাইগারপাস-ষোলোশহর ২ নম্বর গেট হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। অপর একটি বাস নিউমার্কেট থেকে ছেড়ে কোতোয়ালি-বৌদ্ধমন্দির-জেএমসেন হল-গণিবেকারী-চকবাজার-পাঁচলাইশ-প্রবর্তক মোড়-২ নম্বর গেট-মুরাদপুর হয়ে বিশ্ববিদ্যালয় যাবে। এ ছাড়া আরেকটি বাস রাহাত্তারপুল থেকে ছেড়ে বহদ্দারহাট-মুরাদপুর হয়ে ক্যাম্পাসে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত