Ajker Patrika

দেশের প্রথম নারী চিকিৎসা পদার্থবিদ ড. ফাতেমা নাসরিনের গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান 

প্রতিনিধি, সাভার (ঢাকা)
দেশের প্রথম নারী চিকিৎসা পদার্থবিদ ড. ফাতেমা নাসরিনের গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান 

বাংলাদেশের প্রথম নারী চিকিৎসা পদার্থবিদ ড. ফাতেমা নাসরিন, গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, সহযোগী অধ্যাপক পদে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা। 

ড. ফাতেমা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় পিটার ম্যাককুলাম ক্যান্সার হাসপাতাল, সিডনির সেন ভিনসেন্ট পাবলিক হসপিটাল এবং ওয়েস্টমেড হসপিটালে রেডিয়েশন অনকোলজি বিভাগের মেডিকেল ফিজিক্স স্পেশালিস্ট হিসেবে প্রায় ১৩ বছর কাজ করেছেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক। তিনি মাস্টার্স কোর্সে হেলথ অ্যান্ড রেডিয়েশন ফিজিক্স বিষয়ে পড়ান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের রেডিয়েশন বায়োফিজিক্স কোর্সের খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

ড. ফাতেমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এমফিল এবং ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মেডিকেল ফিজিক্স, হেলথ ফিজিক্স এবং রেডিয়েশন প্রোটেকশন বিষয়ে তিনি দীর্ঘ গবেষণা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত