নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, ‘চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাব কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।’
বিশেষ অতিথি মিসেস শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি কোরো না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সব সময় মনে রাখবেন।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার সেমিস্টার-২০২৪ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। নবীন শিক্ষার্থীদের জন্য এই সেমিস্টারভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সাথে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ১৮ জনকে শতভাগ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস শীমা আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর এনএসইউর ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক এস কে তৌফিক এম হক; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহাদত হোসেন খান; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হেলাল আহমেদ; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনারা গর্ব করতে পারেন। কারণ, গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা দিয়ে এনএসইউ নিজেদের মানকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে জাভেদ মুনির আহমেদ বলেন, ‘চোখের পলকেই আগামী চার বছর কেটে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপনারা নতুন কিছু শিখবেন, অনেক কিছু অর্জন করবেন। এই সময়টাকে ভালোভাব কাজে লাগাবেন, যেন ইতিবাচক পরিবর্তনের ভেতর থেকে যেন আপনারা সাফল্য অর্জন করতে পারেন।’
বিশেষ অতিথি মিসেস শীমা আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার বাবা আমাকে সব সময় বলতেন, ভালো কাজ না করতে পারলেও অন্যের ক্ষতি কোরো না। নবীন শিক্ষার্থীরা আপনারা আপনাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এই কথাটি সব সময় মনে রাখবেন।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুর রব খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী, বহুজাতিক ও বৈচিত্র্যময় জায়গা। এখানে শ্রেণিকক্ষের বাইরেও আপনারা অনেক বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হবেন। এসব অভিজ্ঞতা দিয়ে আপনারা নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন সানজিদা মাহমুদ নন্দিতা ও ঋতুরাজ-এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩৮ মিনিট আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
৪৪ মিনিট আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে