প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
পুনর্বিন্যাসের সিলেবাস অনুযায়ী EFT থেকে যে ইউনিটগুলো পড়তে হবে, তা নিম্নরূপ:
Unit 1: People or Institutions making history
Unit 4: Human Rights
Unit 5: Education and life
Unit 6: Dreams
Unit 7: Youthful Achievers
Unit 8: Relationships
Unit 9: Adolescence
Unit 10: Lifestyle
Unit 13: Tours and Travels
এবার ইংরেজি প্রথম পত্রের উত্তর লেখার নিয়মগুলো জেনে নাও।
Part-1 (Reading Test) অংশটিতে তোমাকে ৬০ নম্বরের মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।
Question- 1 (A): Multiple Choice Questions
প্রথম Seen passageটির ওপর ভিত্তি করে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। ৪টি উত্তর থেকে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি উত্তরপত্রের প্রশ্নের নম্বরসহ লিখবে। নম্বর-৫
Question-1 (B): Short answer questions.
প্রথম seen passage-এর ওপর ভিত্তি করে ৫টি Closed ended বা Open ended প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরন অনুযায়ী ২ বা ৩ sentence-এ উত্তর করবে। তবে সরাসরি passage হতে উত্তর copy করবে না। যতটুকু সম্ভব নিজের ভাষায় লিখবে। প্রতিটি প্রশ্ন ৩ নম্বর করে মোট ১৫ নম্বর।
Question-2: Information Transfer/Flow-Chart
দ্বিতীয় seen passage হতে, যা EFT হতে নেওয়া। এর তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন তথ্য একটি Table বা ছকে থাকবে। টেবিলটিতে ১০টি Gap থাকবে। শুধু serial মতো missing bits টুকু লিখবে।
অথবা Flow-chart
এই প্রশ্নে তথ্যগুলো প্রবাহ চিত্রের আকারে উপস্থাপন করা হয় এবং ১ম বক্সটিতে নমুনা উত্তর দেওয়া থাকবে। তোমাকে বাকি ৫টি বক্সের তথ্যাবলি লিখতে হবে। এখানে উত্তর short-note আকারে লিখতে হবে। এই প্রশ্ন লেখার সময় Article এবং Auxiliary verb বাদ দিয়ে সংক্ষিপ্ত করে লিখবে। এ ক্ষেত্রে Participle, Infinitive ইত্যাদি ব্যবহার করতে পারে। নম্বর-০৫
Question-3
তৃতীয় seen passage-এর summary করতে বলা হয়। প্রদত্ত passageটি ভালোভাবে পড়ে main কথাগুলো শুধু লিখতে হবে। খেয়াল রাখতে হবে এর আকার কোনো ক্রমেই যেন প্রদত্ত passage-এর এক-তৃতীয়াংশের বেশি না হয়। এ ক্ষেত্রে উদাহরণ, ব্যাখ্যা, তুলনা, পার্থক্য ও উদ্ধৃতি বর্জন করতে হবে। নম্বর-১০
Question-4
এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। Passageটির বক্সে অতিরিক্ত ২টি word দেওয়া থাকে। এ ক্ষেত্রে উত্তর লেখার সময় grammatical change-এর দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বক্সের wordগুলো subject-এর Number, Person
ও Tense অনুযায়ী পরিবর্তিত করতে হবে, উত্তরে শুধু নম্বর দিয়ে লিখতে হবে। অর্থাৎ (a) ... (b) ... (j)। passage ওঠানোর প্রয়োজন নেই। নম্বর-৫
Question-5
প্রশ্নটি ৪ নম্বরের মতোই, তবে Clue দেওয়া থাকবে না। Passageটি মনোযোগ সহকারে ২-৩ বার পড়বে এবং বক্সের wordগুলো subject-এর Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তিত করতে হবে, উত্তরে শুধু প্রতিটি Alphabet-এর against-এ উত্তর লিখতে হবে। অর্থাৎ (a) ... (b) ... (j)। Passage ওঠানোর প্রয়োজন নেই। নম্বর-১০
Question-6
এই প্রশ্নতে ১টি গল্প কিংবা অনুচ্ছেদের ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। উত্তরপত্রে ঘটনার বিষয়বস্তুর ক্রম অনুযায়ী শুধু সিরিয়ালসমূহ লিখতে হবে। পুরো বিষয়টি paragraph আকারে লেখার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে তুমি প্রশ্নে উল্লিখিত সিরিয়াল বক্স তৈরি করে লিখতে পার। যেমন— 1 2 3 4 5 6 7 8 9 10 i/a
লেখক: ড. মো. এমদাদ
অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো, গত বছরের এইচএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে ইংরেজির প্রভাব ছিল বিশেষভাবে লক্ষণীয়—
পুনর্বিন্যাসের সিলেবাস অনুযায়ী EFT থেকে যে ইউনিটগুলো পড়তে হবে, তা নিম্নরূপ:
Unit 1: People or Institutions making history
Unit 4: Human Rights
Unit 5: Education and life
Unit 6: Dreams
Unit 7: Youthful Achievers
Unit 8: Relationships
Unit 9: Adolescence
Unit 10: Lifestyle
Unit 13: Tours and Travels
এবার ইংরেজি প্রথম পত্রের উত্তর লেখার নিয়মগুলো জেনে নাও।
Part-1 (Reading Test) অংশটিতে তোমাকে ৬০ নম্বরের মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।
Question- 1 (A): Multiple Choice Questions
প্রথম Seen passageটির ওপর ভিত্তি করে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের সম্ভাব্য ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। ৪টি উত্তর থেকে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি উত্তরপত্রের প্রশ্নের নম্বরসহ লিখবে। নম্বর-৫
Question-1 (B): Short answer questions.
প্রথম seen passage-এর ওপর ভিত্তি করে ৫টি Closed ended বা Open ended প্রশ্ন থাকবে। প্রশ্নের ধরন অনুযায়ী ২ বা ৩ sentence-এ উত্তর করবে। তবে সরাসরি passage হতে উত্তর copy করবে না। যতটুকু সম্ভব নিজের ভাষায় লিখবে। প্রতিটি প্রশ্ন ৩ নম্বর করে মোট ১৫ নম্বর।
Question-2: Information Transfer/Flow-Chart
দ্বিতীয় seen passage হতে, যা EFT হতে নেওয়া। এর তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন তথ্য একটি Table বা ছকে থাকবে। টেবিলটিতে ১০টি Gap থাকবে। শুধু serial মতো missing bits টুকু লিখবে।
অথবা Flow-chart
এই প্রশ্নে তথ্যগুলো প্রবাহ চিত্রের আকারে উপস্থাপন করা হয় এবং ১ম বক্সটিতে নমুনা উত্তর দেওয়া থাকবে। তোমাকে বাকি ৫টি বক্সের তথ্যাবলি লিখতে হবে। এখানে উত্তর short-note আকারে লিখতে হবে। এই প্রশ্ন লেখার সময় Article এবং Auxiliary verb বাদ দিয়ে সংক্ষিপ্ত করে লিখবে। এ ক্ষেত্রে Participle, Infinitive ইত্যাদি ব্যবহার করতে পারে। নম্বর-০৫
Question-3
তৃতীয় seen passage-এর summary করতে বলা হয়। প্রদত্ত passageটি ভালোভাবে পড়ে main কথাগুলো শুধু লিখতে হবে। খেয়াল রাখতে হবে এর আকার কোনো ক্রমেই যেন প্রদত্ত passage-এর এক-তৃতীয়াংশের বেশি না হয়। এ ক্ষেত্রে উদাহরণ, ব্যাখ্যা, তুলনা, পার্থক্য ও উদ্ধৃতি বর্জন করতে হবে। নম্বর-১০
Question-4
এ ক্ষেত্রে ১০টি শূন্যস্থান সংবলিত একটি passage থাকবে। Passageটির বক্সে অতিরিক্ত ২টি word দেওয়া থাকে। এ ক্ষেত্রে উত্তর লেখার সময় grammatical change-এর দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ বক্সের wordগুলো subject-এর Number, Person
ও Tense অনুযায়ী পরিবর্তিত করতে হবে, উত্তরে শুধু নম্বর দিয়ে লিখতে হবে। অর্থাৎ (a) ... (b) ... (j)। passage ওঠানোর প্রয়োজন নেই। নম্বর-৫
Question-5
প্রশ্নটি ৪ নম্বরের মতোই, তবে Clue দেওয়া থাকবে না। Passageটি মনোযোগ সহকারে ২-৩ বার পড়বে এবং বক্সের wordগুলো subject-এর Number, Person ও Tense অনুযায়ী পরিবর্তিত করতে হবে, উত্তরে শুধু প্রতিটি Alphabet-এর against-এ উত্তর লিখতে হবে। অর্থাৎ (a) ... (b) ... (j)। Passage ওঠানোর প্রয়োজন নেই। নম্বর-১০
Question-6
এই প্রশ্নতে ১টি গল্প কিংবা অনুচ্ছেদের ১০টি বাক্য এলোমেলোভাবে দেওয়া থাকবে। উত্তরপত্রে ঘটনার বিষয়বস্তুর ক্রম অনুযায়ী শুধু সিরিয়ালসমূহ লিখতে হবে। পুরো বিষয়টি paragraph আকারে লেখার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে তুমি প্রশ্নে উল্লিখিত সিরিয়াল বক্স তৈরি করে লিখতে পার। যেমন— 1 2 3 4 5 6 7 8 9 10 i/a
লেখক: ড. মো. এমদাদ
অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৮ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে